আইপিএল স্পন্সর করবে বাবা রামদেব! - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
আইপিএল স্পন্সর করবে বাবা রামদেব! - Shera TV
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৫:৪৪ পূর্বাহ্ন

আইপিএল স্পন্সর করবে বাবা রামদেব!

সেরা টিভি
  • প্রকাশের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২০

স্পোর্টস ডেস্ক:
আইপিএলের স্পন্সর প্রতিষ্ঠান নিয়ে চলছে নানা নাটকীয়তা। সীমান্ত সংকট নিয়ে ভারতীয়দের সমালোচনার মুখে শেষ পর্যন্ত সরে যেতে বাধ্য হয়েছে এবারের আসরের টাইটেল স্পন্সর চীনা মোবাইল ফোন প্রস্তুতকারী কোম্পানি ‘ভিভো’। চীনা প্রতিষ্ঠানটি সরে যাওয়ার পর এখন পর্যন্ত কোন টাইটেল স্পন্সর নেই আইপিএলের।

টাইটেল স্পন্সরশিপ বাতিল হওয়ায় ইতোমধ্যেই বেশকিছু কোম্পানি আগ্রহ প্রকাশ করেছে আইপিএলের টাইটেল স্পন্সর হতে। এবার এই তালিকায় যোগ হতে যাচ্ছে ভারতের যোগব্যায়াম গুরু বাবা রামদেবের প্রতিষ্ঠান পতঞ্জলি। আইপিএলের স্পন্সর হওয়ার জন্য বিড করতে চায় এ প্রতিষ্ঠানটি। ভারতে বেশ নামডাক পতঞ্জলির। তাই আইপিএল আয়োজনের মাধ্যমে এর পরিচিতি বিশ্বব্যাপী ছড়িয়ে দিতেই এমন ভাবনা রামদেবের।

পতঞ্জলির মুখপাত্র এস কে তিজারওয়ালা সংবাদমাধ্যমকে জানান, ‘এ বছর আইপিএলের টাইটেল স্পন্সর হওয়ার কথা ভাবছি। কারণ আমরা পতঞ্জলি ব্র্যান্ডকে আন্তর্জাতিক মঞ্চে তুলতে চাই। বিসিসিআইয়ের কাছে প্রস্তাব দেয়ার কথাও ভাবছি আমরা।’

বিশ্লেষকদের ধারণা, ভিভোর বদলে দেশীয় কোনো প্রতিষ্ঠানকে স্পন্সর করা আইপিএলের জন্য ইতিবাচক বার্তাই বয়ে আনবে। ভারতের সাধারণ জনগণের মধ্যে এটি ইতিবাচক মনোভাব তৈরিতেও ভূমিকা রাখবে।

ব্র্যান্ড বিশেষজ্ঞ হরিশ বিজুর বলেন, ‘পতঞ্জলিকে স্পন্সর বানালে সেটা তাদের নিজেদের জন্যই বেশি লাভজনক হবে। অন্যদিকে বিদেশি প্রতিষ্ঠানকে বাদ দিয়ে ভারতীয় প্রতিষ্ঠানকে দিলে তা জাতীয় স্বার্থের দিক থেকে ভালোই হবে।’

এদিকে ভিভো সরে দাঁড়ানোর পর আইপিএলের স্পন্সর হওয়ার দৌড়ে নাম লিখিয়েছে জিও, অ্যামাজন, টাটা গ্রুপ, আদানি গ্রুপ ও বাইজুসের মতো জনপ্রিয় ও বিখ্যাত প্রতিষ্ঠানগুলো। স্পন্সরশিপ পেতে তাই এদেরকে টপকে যেতে হবে বাবা রামদেবের প্রতিষ্ঠান পতঞ্জলিকে।

সেরা নিউজ/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360