লেবাননে তুমুল বিক্ষোভ: তিনমন্ত্রীসহ ৯ পার্লামেন্ট সদস্যর পদত্যাগ - Shera TV
  1. [email protected] : sheraint :
  2. [email protected] : theophil :
লেবাননে তুমুল বিক্ষোভ: তিনমন্ত্রীসহ ৯ পার্লামেন্ট সদস্যর পদত্যাগ - Shera TV
মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৫ পূর্বাহ্ন

লেবাননে তুমুল বিক্ষোভ: তিনমন্ত্রীসহ ৯ পার্লামেন্ট সদস্যর পদত্যাগ

সেরা টিভি
  • প্রকাশের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২০

ইন্টারন্যাশনাল ডেস্ক:
লেবাননের তুমুল বিক্ষোভের মধ্যেই দেশটির তিনমন্ত্রীসহ পার্লামেন্টের ৯ সদস্য পদত্যাগ করেছেন। আইনমন্ত্রী মেরি ক্লড নাজম, তথ্যমন্ত্রী মানাল আবদেল সামাদ এবং পরিবেশ মন্ত্রী দামিয়ানোজ কাত্তার-এর পদত্যাগের বিষয়টি জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

তবে পদত্যাগের বিষয়টি লেবানন সরকার স্পষ্ট না করলেও, মূলত বৈরুতে বিস্ফোরণের কারণেই তারা পদত্যাগ করেছেন বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, রোববারও (০৯ আগস্ট) সরকারের পদত্যাগের দাবি রাজধানীতে ব্যাপক তাণ্ডব চালিয়েছে দেশটির কয়েক হাজার বিক্ষোভকারী। পার্লামেন্টের সামনে অবস্থান নিয়ে তারা সরকারবিরোধী স্লোগান দেন। একপর্যায়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ বেধে রণক্ষেত্রে পরিণত হয় রাজধানী বৈরুত। তাদের দমাতে জলকামান, টিয়ারশেলসহ রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ।

বৈরুতে বিস্ফোরণে লেবানন এখন অনেকটাই নড়েবড়ে। একদিকে সরকারবিরোধী বিক্ষোভ অন্যদিকে, আইনপ্রণেতাদের পদত্যাগে দিশেহারা দেশটির সরকার। পরিস্থিতি মোকাবিলায় শনিবার (৮ আগস্ট) আগাম নির্বাচনের প্রস্তুতির ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী হাসান দিয়াব। সোমবার (১০ আগস্ট) পার্লামেন্টে আগাম নির্বাচনের বিষয়টি তিনি উত্থাপনের কথা রয়েছে।

গত মঙ্গলবার (৪ আগস্ট) লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে দেড় শতাধিক মানুষের মৃত্যু হয়। ওই ঘটনায় ৬ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন এবং আরও অনেকে এখনও নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। ঘটনা তদন্তে এরই মধ্যে ১৯ জনকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী। এ অবস্থায় দেশটিতে ত্রাণ সহায়তা পাঠাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ।

সেরা নিউজ/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360