নিজস্ব প্রতিবেদক:
সোমবার এ সংক্রান্ত একটি প্রস্তাবনা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনের জন্য পাঠিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এ বছর পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী এবং অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা বাতিল করার চিন্তা-ভাবনা করছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
সোমবার এ সংক্রান্ত একটি প্রস্তাবনা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনের জন্য পাঠিয়েছে মন্ত্রণালয়। মঙ্গলবার (১১ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন ঢাকা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, প্রধানমন্ত্রী এই প্রস্তাবের অনুমোদন দিলে এ বছর পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী এবং অষ্টম শ্রেণির জেএসসি ও জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
এর আগে বুধবার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এক সভায় এই প্রস্তাব দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। অন্যদিকে শিক্ষা মন্ত্রণালয় পরীক্ষার বদলে “অটো পাস” এবং সিলেবাস পূরণের জন্য শিক্ষাবর্ষ বর্ধিত করার পরিকল্পনা করছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, জাতীয় প্রাথমিক শিক্ষা একডেমি, বাংলাদেশ পরীক্ষা উন্নয়ন ইউনিটসহ (বিইডিইউ) বেশ কয়েকটি টিম এসব বিষয় নিয়ে কাজ করছে। এর মধ্যে বিইডিইউ চলতি শিক্ষাবর্ষের কার্যক্রম সঠিকভাবে শেষ করতে ছয়টি বিকল্প ব্যবস্থা সম্বলিত একটি প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠিয়েছে।
এ প্রসঙ্গে ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক জিয়াউল হক বলেন, “আমরা ইতোমধ্যে এ ব্যাপারে বেশ কয়েকটি বৈঠক করেছি। আমরা বিইডিইউ-এর কাছ থেকে একটি প্রস্তাবনা পেয়েছি যেখানে সেপ্টেম্বর থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার সুপারিশ করা হয়েছে।
এর আগে গত এপ্রিল মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি না হলে সেপ্টেম্বর পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
সেরা নিউজ/আকিব