লাইফস্টাইল ডেস্ক:
বর্ষাকালে চুলের যত্নে বাড়তি নজর দিতে হয়। চুল পড়া, খুশকির সমস্যাসহ নানান সমস্যা দেখা দেয়। বর্ষায় চুলের যত্নে বাড়তি সময় দেয়ার পাশাপাশি নিয়মেও কিছু বদল আনা প্রয়োজন। বর্ষায় চুলের সঠিক যত্নে রইলো পাঁচ পরামর্শ-
-নিয়মিত মাথায় তেল দিন। সপ্তাহে অন্তত দুই দিন তেল দিয়ে আপনার চুলের মেজাজ বুঝে ২০ মিনিট থেকে দুই ঘণ্টা পর্যন্ত রাখুন। তারপর ধুয়ে ফেলুন।
-খুব বেশি চুল ধুলে তা পাতলা হয়ে যেতে পারে। এজন্য হালকা করে চুল ধোয়াই উত্তম। এক্ষেত্রে একটি শ্যাম্পু দিয়ে হালকা করে চুল ধুতে পারেন। যাতে করে চুলে ময়লা না জমে।
-ব্যায়াম করার সময় ক্যাপ পরা থেকে বিরত থাকুন। কারণ ব্যায়ামের সময় মাথা অনেক ঘামে আর ক্যাপ ঘাম শুকাতে বাধা দেয়। যার কারনে ছত্রাকের সংক্রমণ হতে পারে।
– চুল ধুয়ে নেওয়ার পরে সর্বদা একটি সিরাম ব্যবহার করুন, এটি চুলের কোমলতা নিয়ন্ত্রণ করে এবং উজ্জ্বলতা ধরে রাখে।
– চুলের ধরন অনুযায়ী শ্যাম্পু পছ্ন্দ করুন। আপনার যদি তৈলাক্ত চুল হয় তবে হালকা শ্যাম্পু ব্যবহার করতে পারেন। খুশকির জন্য, কন্ডিশনারসহ কেউ সামান্য শক্তিশালী শ্যাম্পু ব্যবহার করতে পারেন।
সেরা নিউজ/আকিব