বিনোদন ডেস্ক:
জিয়াউল হক পলাশ। নাটক, টেলিফিল্ম, বিজ্ঞাপন, মেগা সিরিয়াল এককথায় ছোটপর্দার তুমুল জনপ্রিয় মুখ। নিজেকে ভেঙেছেন-গড়েছেন দীর্ঘদিন ধরে ক্যামেরার সামনে-পেছনে! ‘ব্যাচেলর পয়েন্ট’ ও ‘ফ্যামিলি ক্রাইসিস’ নামে দুটি জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে তুমুল জনপ্রিয় পেয়েছেন এই অভিনেতা। তবে অভিনেতার চেয়ে পরিচালক হিসেবে নিজেকে গড়ে তুলতে চান তিনি। প্রথম কাজের পর অল্প অল্প করে ক্যারিয়ারে উঠতে থাকে, বর্তমানে পলাশের সাফল্যের সূর্য মধ্য গগনে।
নতুন খবর হচ্ছে, ইউটিউব চ্যানেল খোলার কিছুদিনের মধ্যে এক লাখ সাবস্ক্রাইবারের মাইলফলক পার করে ‘সিলভার প্লে বাটন’ অ্যাওয়ার্ড পেলেন অভিনেতা জিয়াউল হক পলাশ। এরই মধ্যে পুরস্কার হাতে একটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন তিনি।
এ প্রসঙ্গে অভিনেতা জিয়াউল হক পলাশ বলেন, ‘আজ আমি আবেগাল্পুত, কৃতজ্ঞ আমার ভালোবাসার দর্শক ও ভক্তদের কাছে। হাতে পেয়েছি ইউটিউব সম্মাননা সিলভার প্লে বাটন, যেখানে আমার কোনো কৃতিত্বই নেই, সব আমার ভক্তদের জন্য। যেটা ভালোবাসার অন্য নাম। এটা বলে কখনও বোঝানো যাবে না।’
তিনি আরও বলেন, ‘আমি অভিনয় এবং পরিচালনা নিয়েই বেশি ব্যস্ত থাকি। এর পাশাপাশি ইউটিউব চ্যানেল খুলবো কখনো চিন্তাই করি নাই। রুশো ভাই ও শামীম হাসানের অনুপ্রেরণাতেই ইউটিউব চ্যানেলটি চালু করি। এছাড়াও একজনের কথা না বললেই নয় জুনায়েদ ইভান ভাই ইউটিউব থেকে শুরু করে সকল কাজে আমাকে অনুপ্রেরণা দিয়ে আসছে। আমার চ্যানেলটি এতদূর যাবে, এত সাবস্ক্রাইবার হবে এটাও কখনোই আমি ভাবি নাই।’
দর্শকদের সচেতন করে জিয়াউল হক পলাশ বলেন, ‘আমার সম্পর্কে ইউটিউবে অনেক ভিডিও আছে যেগুলো ভিত্তিহীন এবং মিথ্যা সংবাদ। এগুলোর জন্য আমার দর্শকদের অনেক বিড়ম্বনায় পড়তে হয়। সেই চিন্তা থেকেই আমি ইউটিউব চ্যানেলে প্রশ্ন-উত্তর পর্বের ব্যবস্থা করে। দর্শকদের কাছ থেকে আমি কমেন্ট বক্সের মাধ্যমে প্রশ্ন সংগ্রহ করি। প্রথম পর্ব থেকে আমি অনেক সাড়া পাই। আর দর্শকদের অনুরোধে কারণেই আমি আবার দ্বিতীয় পর্ব করি এটাও দর্শকদের কাছে বিপুলভাবে সাড়া ফেলেছে। এছাড়াও আমার চ্যানেলে নাটক, শুটিংয়ের ভিডিও, শর্টফিল্মসহ আরও অনেক কিছু পাওয়া যাবে।’
উল্লেখ, এবার ঈদে পলাশ অভিনীত ‘মাস্ক’, ‘সিঙ্গেল’ ও ‘হোয়াই’ নামের তিনটি নাটকটি মুক্তি পেয়েছে। প্রতিটি নাটক দর্শকদের কাছে ব্যাপকভাবে সাড়া ফেলেছে। তিনটি নাটকের পরিচালক কাজল আরেফিন অমি। এজন্য তিনি দর্শক ও নির্মাতা কাজল আরফিন অমির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সেরা নিউজ/আকিব