ডেস্ক রিপোর্ট:
ফারমার্স ব্যাংক ঋণ জালিয়াতির মামলায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাসহ এগার জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে ঢাকার একটি আদালত।
ফলে প্রায় চার কোটি টাকার ঋণ নিয়ে আত্মসাতের এ মামলায় মিস্টার সিনহাসহ ওই ব্যক্তিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হলো বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের কৌশলী আবু আব্দুল্লাহ।
সরকারের সঙ্গে প্রচণ্ড মতবিরোধের জের ধরে এক পর্যায়ে দেশ ছেড়ে বিদেশে গিয়ে প্রধান বিচারপতির পদ থেকে পদত্যাগ করেছিলেন মিস্টার সিনহা।
প্রথমে কিছুদিন যুক্তরাষ্ট্রে অবস্থান করে পরে কানাডায় বসবাস করতে শুরু করেন তিনি।
এর আগে গত বছর ৯ই ডিসেম্বর বিচারপতি সিনহাসহ এগার জনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করেছিলো দুর্নীতি দমন কমিশন।
চলতি বছরের ১১ই জানুয়ারি তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলো আদালত।
সেরা নিউজ/আকিব