সেরা টেক ডেস্ক:
দুই স্ক্রিন বিশিষ্ট (ডুয়াল স্ক্রিন) অ্যান্ড্রয়েড স্মার্টফোন বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট কর্পোরেশন। বুধবার (১২ আগস্ট) এমন ঘোষণা দেয় তারা।
“সারফেস ডুয়ো” নামের ফোনটি চলতি বছরের ১০ সেপ্টেম্বর বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে মাইক্রোসফট।
ফোনটির প্রধান বৈশিষ্ট্য হলো বইয়ের মতো এটিকে ভাঁজ করা যাবে। ভাঁজের দুই পাশে থাকবে দুটি আলাদা স্ক্রিন। কিন্তু তারা কাজ করবে একইসঙ্গে।
আকৃতি: খোলা অবস্থায়- উচ্চতায় ১৪৫.২ মিলিমিটার, চওড়া ১৮৬.৯ মিলিমিটার ও পুরুত্ব ৪.৮ মিলিমিটার এবং বন্ধ অবস্থায় উচ্চতায় ১৪৫.২ মিলিমিটার, চওড়া ৯৩.৩ মিলিমিটার ও পুরুত্ব ৯.৯ মিলিমিটার।
এর একটি ডিসপ্লে ৮.১ ইঞ্চি অ্যামোলেড ও অপরটি ৫.৬ ইঞ্চি অ্যামোলেড। দুটি ডিসপ্লেই কর্নি গরিলা গ্লাস নির্মিত।
ফোনটিতে মাইক্রোসফট সংযুক্ত করেছে ৩৫৭৭ মিলি এম্পিয়ার ডুয়াল ব্যাটারি। সারফেস ডুয়োতে রাখা হয়েছে ১১ মেগাপিক্সেলের ক্যামেরা। এর প্রসেসর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৫৫ যা ডুয়াল স্ক্রিনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
১২৮ ও ২৫৬ গিগাবাইট দুটি ভেরিয়েশনে বাজারে আসবে এটি। তবে দুই ক্ষেত্রেই থাকবে ৬ গিগাবাইট র্যাম।
শুরুর দিকে এটি মার্কিন যুক্তরাষ্ট্রে ফাইভ জি নেটওয়ার্কে কাজ করবে।
ফোনটির দাম ধরা হয়েছে ১৩৯৯ মার্কিন ডলার বাংলাদেশি টাকায় যা ১ লাখ ১৮ হাজার টাকারও বেশি।
সেরা নিউজ/আকিব