সেরা টেক ডেস্ক:
হঠাৎ করে অ্যাপলের স্মার্টওয়াচ থেকে গুগল ম্যাপের এক্সটেনশন উধাও হওয়ার প্রায় তিন বছর পর আবারো গ্রাহকদের কাছে ফিরছে গুগল ম্যাপ। খবর সিএনএনের।
এ ম্যাপ গতানুগতিক গুগল ম্যাপ অ্যাপ্লিকেশন থেকে কিছুটা ভিন্ন ধরনের ইন্টারফেস নিয়ে আসছে।
অ্যাপ্লিকেশনটি গ্রাহককে প্রতি পদক্ষেপের নির্দেশনাসহ গন্তব্যে পৌঁছতে কাঙ্ক্ষিত সময়ের একটি গড় হিসাব দেবে। অ্যাপ্লিকেশনটি আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাজারে আসবে বলে জানিয়েছে গুগল।
মজার ব্যাপার হলো, প্রথমবারের মতো টেক জায়ান্ট গুগলের কোন অ্যাপ্লিকেশন অ্যাপল ওয়াচের অ্যাপ স্টোরে পাওয়া যাবে। এই স্টোরে গুগল ম্যাপই একমাত্র অ্যাপ, যা ভিন্ন কোনো অপারেটিং সিস্টেম থেকে আসা।
তিন বছর আগের ফিচার সিস্টেম থেকে সম্পূর্ণ ভিন্ন। এর আগে গ্রাহককে অ্যাপল ওয়াচে ম্যাপ ব্যবহার করতে হলে আইওএস ভার্সনে আলাদা এক্সটেনশন নিয়ে ব্যবহার করতে হতো।
গুগলের সাথে ২০১৭ সালে কোনো ব্যাখ্যা ছাড়াই অ্যামাজন, ই-বে ছাড়াও কয়কটি অ্যাপ তাদের আইওএসের এক্সটেনশন সাপোর্ট তুলে নেয়।
এছাড়া অ্যাপলের ‘কার প্লে’ সিস্টেমের সাথে চলার উপযোগী গুগল ম্যাপের একটি আপডেট চলতি সপ্তাহে বাজারে নিয়ে আসবে গুগল।
ধারণা করা হচ্ছে, এ আপডেট আসার পর গ্রাহকরা গুগল ম্যাপের শেয়ার স্ক্রিনে গান শোনা এবং ক্যালেন্ডারের আপডেট চেক করতে পারবে।
শেয়ার স্ক্রিনের এই ফিচারে স্ক্রিনের বাম পাশে থাকবে ম্যাপ এবং অন্য পাশে থাকবে বাকি অন্যান্য ফিচার।
অ্যাপলের মতে, বাজারের ৯৭ শতাংশ সাম্প্রতিক মডেলের গাড়িতে অ্যাপলের ‘কার প্লে’ তথ্য সেবা চালু রয়েছে।
সেরা নিউজ/আকিব