উত্তর আমেরিকার রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশি-আমেরিকান জনগোষ্ঠির রাজনৈতিক ও সামাজিক সচেতনতা গড়ে তুলে আমেরিকার স্থানীয় ও জাতীয় রাজনীতিতে বাংলাদেশিদের অংশগ্রহণ ও প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে গঠিত হয় বাংলাদেশি আমেরিকান ফর পলিটিক্যাল অ্যাকশন (বাপা)।
নবগঠিত এই প্ল্যাটফর্মটি তরুন প্রজন্মের সাথে চলমান ও প্রবীন রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে যোগাযোগ স্থাপন করে জাতি ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে আমেরিকার রাজনীতিতে অবৈষম্যমূলক , অসাম্প্রদায়িক এবং নিরপেক্ষ সংগঠন হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে কার্যকরি পদক্ষেপ গ্রহণ করছে। তারই প্রথম ধাপ হিসেবে যুক্তরাষ্ট্রের জাতীয় নির্বাচনে বাংলাদেশি দুই নারী প্রার্থীর সমর্থনে বাপা আয়োজন করেছে ভার্চুয়াল টাউন হলের।
যুক্তরাষ্ট্রের টেক্সাস ৩১ ডিস্ট্রিক্ট থেকে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করবেন ইউএস কংগ্রেস প্রার্থী ডোনা ইমাম , অপরদিকে পেনিসেলভিনিয়া অঙ্গরাজ্য থেকে প্রতিদ্বন্দিতা করবেন ডা. নিনা আহমেদ। বাংলাদেশী এই দুই প্রার্থীর জন্য ১৫ আগস্ট সন্ধ্যা ৬টায় ভার্চুয়াল টাউনহলের আয়োজন করেছে বাপা। এই সভায় বাংলাদেশি দুই প্রার্থীর সাথে রাজনৈতিক ও কমিউনিটির নেতৃবৃন্দের মাঝে পরিচয় করিয়ে দেয়া ও আলোচনার মাধ্যমে সহযোগীতামূলক নির্বাচনী কর্মপরিকল্পনা করা হবে বলে জানিয়েছেন বাপার আয়োজকরা।
পুরো আয়োজনটিতে অংশগ্রহন করতে প্রাথমিকভাবে রেজিস্ট্রেশন করতে হবে। ফ্রি রেজিস্ট্রেশন করতে এই লিংকে ক্লিক করুন https://bapanow.com/town-hall-registration