অনলাইন ডেস্ক:
প্রাকৃতিক নিয়মেই নারী-পুরুষের মধ্যে এক ধরনের আগ্রত কাজ করে, যা অনেক সময় ভাল লাগা কিংবা ভালবাসায় সম্পর্কে গড়ায়। তবে বেশকিছু ভুলের কারণে পুরুষসঙ্গীরা প্রায়ই নারীদের থেকে দূরে সরে যান।এর পেছনে বেশ কিছু কারণ তুলে ধরা হলো:
সম্পর্কের শুরুতে পুরুষসঙ্গীর প্রতি খুব একটা আগ্রহী না হলেও, ধীরে ধীরে নিজ পুরুষসঙ্গীর প্রতি অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ে নারীরা। তবে এমন ক্ষেত্রে অনেক পুরুষসঙ্গীই বুঝে উঠতে পারেনা কীভাবে এর প্রতি সাড়া দিতে হয়। এক্ষেত্রে প্রায়ই নারীসঙ্গীকে অবহেলা করতে থাকে পুরুষরা।
শারীরিক সম্পর্কের ক্ষেত্রে নারী ও পুরুষের ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন প্রভাব ফেলে। শারীরিক সম্পর্ক স্থাপনের পরে পুরুষের প্রতি নারীরা অনেক বেশি আকর্ষণ অনুভব করে। তবে পুরুষরা শারীরিক সম্পর্ক স্থাপনের পর প্রায়ই তার নারীসঙ্গীর প্রতি আগ্রহ হারিয়ে ফেলে।
অনেক নারী পুরুষসঙ্গীকে অহেতুক সন্দেহ করে। তার ফোন, ইমেইল কিংবা ব্যক্তিগত বিষয়ের ওপর নজরদারি করে। এগুলো সম্পর্কের ক্ষেত্রে তিক্ততার সৃষ্টি করে।
নারীরা কোনও সম্পর্কে জড়ালে তার মানসিকভাবে বেশি দুর্বল হয়ে পড়ে, যা পুরুষসঙ্গীর কাছে বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়।
সেরা নিউজ/আকিব