সেরা টেক ডেস্ক:
একই ধরনের একাধিক পরিষেবা নিয়ে আসার জন্য গুগলের পরিচিতি আছে। এছাড়া মাত্র কয়েক বছর পুরোনো জনপ্রিয় পরিষেবা বন্ধ করার জন্যও কোম্পানিটি পরিচিত। তাই গুগলের ইতিহাস যারা জানেন তারা এক্ষেত্রে আর অবাক হন না।
অজ্ঞাতনামা সূত্রের বরাত দিয়ে প্রযুক্তিবিষয়ক সাইট ‘৯টু৫ গুগল’ এর প্রতিবেদনে বলা হয়েছে, টেক জায়ান্ট কোম্পানিটি এবার ভিডিও কলিংয়ের জনপ্রিয় অ্যাপ ‘গুগল ডুয়ো’ বন্ধ করে এটিকে ভিডিও কলিংয়ের আরেক অ্যাপ ‘গুগল মিট’ এর সঙ্গে একত্রিত করতে পারে।
বর্তমানে সামাজিক যোগাযোগের ক্ষেত্রে ডুয়ো ভিডিও কলিং অ্যাপটির ব্যবহার বেশি। অপরদিকে, গুগল মিট অ্যাপটি কর্মক্ষেত্রের কাজে বেশি ব্যবহার হচ্ছে।
সূত্রটির তথ্যমতে, গুগল কমিউনিকেশন সার্ভিসের প্রধান হিসেবে নতুন দায়িত্ব পাওয়া জেভিয়ার সলতেরো একই কাজের জন্য দুটি আলাদা অ্যাপ চালু রাখার প্রয়োজন দেখছেন না। তাই মিট অ্যাপকেই অল-ইন-ওয়ানে পরিণত করার পরিকল্পনা করা হয়েছে।
৯টু৫ গুগলের প্রতিবেদনে আরো বলা হয়েছে, করোনা মহামারির এ সময়ে ভিডিও কমিউনিকেশনে জুমের বিকল্প হিসেবে গুগল মিটের ব্যবহার বেড়েছে। ডুয়ো এবং মিট আলাদা দুটি অ্যাপ হলেও, কাজ যেহেতু একই, তাই মিট দিয়েই সকলের চাহিদা পূরণের করতে চাচ্ছে গুগল।
যা হোক, আপনি যদি ডুয়ো’র ভক্ত হয়ে থাকেন তাহলে এখনি দুশ্চিন্তার কিছু নেই। সূত্রটি জানিয়েছে, গুগলের এ পরিকল্পনার বাস্তবায়নে অন্তত আরও ২ বছর সময় লাগবে।
ডুয়ো বন্ধের বিষয়টি গুজব কিনা সে ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি গুগল। তবে গুগলের ইতিহাস টেনে অনেকে বলছেন, ডুয়ো সম্ভবত বন্ধ করবে গুগল। কবে করবে, সেটা এখন সময়ের অপেক্ষামাত্র।
সেরা নিউজ/আকিব