সেরা স্পোর্টস ডেস্ক:
করোনার প্রকোপের কারণে লম্বা সময় ধরে স্থগিত ফ্র্যাঞ্জাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট। অবশেষে কাটছে এ অচলাবস্থা। মাঠে গড়াতে যাচ্ছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল)।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে পর্দা উঠবে সিপিএলের অষ্টম আসরের। বাংলাদেশ সময় রাত ৮টায় উদ্বোধনী ম্যাচে লড়বে ত্রিনবাগো নাইট রাইডার্স ও গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।
করোনাভাইরাসের সতর্কতার কারণে এবারের সিপিএলের পুরো আসরটি হচ্ছে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর দুইটি স্টেডিয়ামে। আসরের ৩৩টি ম্যাচের মধ্যে সেমিফাইনাল ও ফাইনালসহ মোট ২৩টি ম্যাচ হবে তারুবার ব্রায়ান লারা ক্রিকেট একাডেমিতে। বাকি ১০ ম্যাচ আয়োজন করবে পোর্ট অব স্পেনের কুইনস পার্ক ওভাল।
তবে ভ্রমণজনিত নিষেধাজ্ঞার কারণে বিদেশি খেলোয়াড়দের আধিক্য কিছুটা কম থাকবে এবারের আসরে। এছাড়া টুর্নামেন্টের সূচিও সংক্ষিপ্ত করে আনা হয়েছে ২৩ দিনের মধ্যে। সিপিএলের পর্দা নামবে ১০ সেপ্টেম্বর।
সেরা নিউজ/আকিব