স্পোর্টস ডেস্ক:
বার্সেলোনাতেই থাকবেন মেসি। তাকে কেন্দ্রে রেখেই দল গঠন করা হবে। মেসি বার্সেলোনা থেকে অবসর নেবার সিদ্ধান্ত থেকে সরে আসবে না বলে মনে করেন বার্সেলোনার প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তেমেয়ো। এছাড়া ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টর আবিদাল নিজ থেকে চলে গেছেন বলে জানান প্রেসিডেন্ট। এছাড়া দ্রুতই বার্সার আর্থিক সমস্যা কেটে যাবে বলে জানান তিনি।
বার্সায় কোচ হবার ডাকে সাড়া দিয়ে ইতোমধ্যে বার্সেলোনায় পৌঁছেছেন রোনাল্ড কোম্যান। স্পেনে ঢুকেই গণমাধ্যম এড়িয়ে সোজা বার্সার উদ্দেশে ছুটে গেছেন ডাচ ম্যান। কাতালান ক্লাব প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তোমেয়োর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক। হয়তো দুই পক্ষের হিসেব চুকিয়ে নেয়ার কাজটিই করা হয়েছিল আগামী দিনের বার্সেলোনা গড়ার স্বার্থে। বৈঠক শেষে কি আলোচনা হয়েছে তা জানাতে সরাসরি গণমাধ্যমের কাছে হাজির বার্তমেয়ো। তবে যাকে নিয়ে সব আবর্তিত হয়, সেই মেসি বার্সায় থাকছেন কিনা সেটাই সবার আগ্রহের কেন্দ্র।
জ়োসেপ মারিয়া বার্তেমেয়ো বলেন, মেসি অনেকবার বলেছেন সে বার্সায় থেকেই অবসরে যেতে চায়। আমি মনে করি সে তার সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসবে না। আমি কোমেনের সঙ্গে তাকে রাখার ব্যাপার কথা বলেছি। সেও মনে করে মেসি তার পূর্ব সিদ্ধান্ত থেকে বেরিয়ে যাবেন না।
বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলে হারার পর থেকে বড় পরিবর্তন আসছে ক্লাবটিতে। বরখাস্ত করা হয়েছে বার্সেলোনার স্পোর্টিং ডিরেক্টর এরিক আবিদালকে। বার্সার অনেক সাফল্যের সাক্ষী তিনি। তবে মেসির সঙ্গে সম্পর্কটা খুব বেশি ভালো যাচ্ছিল না আবিদালের। মেসিকে রাখতেই কি এই সিদ্ধান্ত?
জ়োসেপ মারিয়া বার্তমেয়ো আরও বলেন, আবিদাল নিজেই আমাকে বলেছে সে থাকতে চায় না। আমরা তো তাকে জোর করে রাখতে পারি না। ক্লাবে তার অবদান অনেক। তার চাওয়াটা আমরা শুধু মেনে নিয়েছি।
বার্সেলোনা নাকি আর্থিক সংকটে আছে। গণমাধ্যমে এমন খবর বেশ কয়বার শিরোনাম হয়েছে। বার্সায় ব্যর্থতায় দায় এড়ায় না প্রেসিডেন্টেরও। আগামী বছর মার্চে প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ইতোমধ্যে ঘোষণা হয়ে গেছে। নতুন যুগের সূচনা নাকি পুরনোদের নিয়ে নতুন করে শুরু।
বার্তমেয়ো জানান, হ্যাঁ, নতুন যুগের শুরু হচ্ছে। তবে সেটা মেসিকে ঘিরেই। সেই দলের নিউক্লিয়াস। আমি বিশ্বাস করি আমরা আবারও তার নেতৃত্বে জেগে উঠব। কোভিড পরিস্থিতিতে আমরা সব ক্লাবের মতো আর্থিক সংকটে আছি। তবে এটা দ্রুতই কেটে যাবে।
নেতৃত্বে যেই আসুক ভক্তদের প্রার্থনা মেসি বার্সায় থেকে যাক। কাতালানরা দাপট দেখাক পুরনো রূপে।
সেরা নিউজ/আকিব