বর্ষার মরশুমে ক্যামেরা আর লেন্সের যত্ন - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
বর্ষার মরশুমে ক্যামেরা আর লেন্সের যত্ন - Shera TV
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৯:১৭ পূর্বাহ্ন

বর্ষার মরশুমে ক্যামেরা আর লেন্সের যত্ন

সেরা টিভি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০

সেরা টেক ডেস্ক:

মনের লেন্সে শুধু নয়, ক্যামেরার লেন্সেও ধরা থাকে জীবনের অবিস্মরণীয় মুহূর্তগুলো। আর তাকে বারবার ফিরে পেতে হলেও প্রয়োজন পড়ে সেই ক্যামেরারই।

তাই এই বর্ষার মরশুমে ক্যামেরা আর লেন্সের যত্ন নিন। স্যাঁতসেতে পরিবেশ আর ফাংগাসের হাত থেকে এগুলো বাঁচাতে অবশ্যই কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। রইলো প্রয়োজনীয় কয়েকটি ঘরোয়া পরামর্শ।

১. ক্যামেরা আর তারসঙ্গে ব্যবহৃত লেন্সের জন্য আলাদা আলাদা ব্যাগ রাখা বিশেষভাবে প্রয়োজন। ব্যাগগুলো যাতে ওয়াটারপ্রুফ ও প্যাডেড হয় সেই দিকেও নজর দিন।

২. ব্যাগের মধ্যে অবশ্যই রাখুন সিলিকা জেল। এই সিলিকা জেল হল সোডিয়াম সিলিকেট থেকে কৃত্রিমভাবে প্রস্তুতিকৃত সিলিকন ডাই অক্সাইডের একটি রূপ, যা বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতিকে জলীয় আদ্রর্তা থেকে বাঁচাতে বিশেষভাবে সাহায্য করে। মাঝে মাঝেই ক্যামেরার কাচ স্যাঁতস্যেঁতে হয়ে যাওয়া কমাতে মোক্ষম দাওয়াই এই সিলিকা জেল।

৩. ক্যামেরার ব্যাগটিকে পোকামাকড়ের হাত থেকে রক্ষা করাও প্রয়োজন। তার জন্য ব্যবহার করুন নানা ধরনের ইনসেক্টিসাইড, বাইরে থেকে একটু ক্যামেরার ব্যাগের গায়ে স্প্রে করে দিলেই এই ধরনের সমস্যা এড়ানো যায়।

৪. বাইরে থেকে এসে ক্যামেরাটিকে ভাল কাপড় দিয়ে মুছে ফেলুন। অবশ্যই নরম, পরিষ্কার ও শুকনো কটন জাতীয় কাপড় ব্যবহার করবেন। তাতে ক্যামেরার গ্লাস আর লেন্স দু’টিই বিশেষভাবে সুরক্ষিত থাকে। খুব ভাল হয়, যদি মাইক্রোফাইবার ক্লথ ব্যবহার করেন। যে কোনও ক্যামেরা অ্যাকসেসরিজ়ের দোকানেই মিলবে এই বিশেষ ক্লথ।

৫. ক্যামেরা নিয়ে যখন বাইরে বেরবেন, ক্যামেরাটিকে ভাল করে কাপড়ে মুড়ে ব্যাগে ঢোকাবেন। এতে ক্যামেরার লেন্স বাইরের আঘাত বা স্ক্র্যাচের হাত থেকেও সুরক্ষিত থাকবে।

৬. বৃষ্টির মধ্যে ফোটো তোলার ক্ষেত্রে ব্যবহার করুন রেন প্রোটেক্টর। এতে আপনার ক্যামেরা তো সুরক্ষিত থাকবেই, আর ফোটোগ্রাফির ক্ষেত্রেও কোনওরকম বাধা থাকবে না।

৭. মাঝেমাঝে কিন্তু ক্যামেরার লেন্সকে উপযুক্ত সলিউশন দিয়ে পরিষ্কার করা প্রয়োজন। কাচ পরিষ্কারের সলিউশনে তুলোর বাডস ডুবিয়ে ধীরে ধীরে ক্যামেরার কাচ পরিষ্কার করা সম্ভব। এতে যেমন ঝকঝকে ছবি উঠবে, তেমনি বাড়তি কোনও সমস্যাও হবে না।

৮. ক্যামেরা ব্যবহারের পর ক্যামেরার ব্যাটারি খুলে রাখুন। তাতে ক্যামেরার লংজিভিটি বাড়বে। একই সঙ্গে ক্যামেরার মেমরি কার্ড পালটানোর সময় ক্যামেরা যাতে অন না থাকে, সেই দিকেও নজর রাখতে হবে।

৯. ক্যামেরার ফরম্যাটিংয়ের ক্ষেত্রে সতর্কতা রাখুন, নইলে আপনার তোলা পরম যত্নের ছবিগুলো নিমেষে হাপিস হয়ে যেতে পারে কিন্তু!

 

সেরা নিউজ/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360