বিনোদন ডেস্ক:
১৪ দিন আগেই করোনায় আক্রান্ত হয়েছিলেন কলকাতার জনপ্রিয় সিরিয়াল ‘কৃষ্ণকলি’র অভিনেতা নীল ভট্টাচার্য্য ওরফে নিখিল। তবে সতর্কতা আর চিকিৎসকের পরামর্শ মেনে চলায় খুব তাড়াতাড়ি মুক্তি মিলেছে তার। সামাজিক যোগাযোগের মাধ্যমে সুস্থতার কথা নিজেই জানান দিলেন নীল। তিনি বলেছেন, সুস্থ হয়ে এরই মধ্যে কৃষ্ণকলির সেটে এসে ক্যামেরার সামনেও দাঁড়িয়েছেন। একই ধারাবাহিকের সহ-অভিনেতা বিভান ঘোষ প্রথমে করোনায় আক্রান্ত হন। নিজেকে বাঁচাতে তখনই স্বেচ্ছা নির্বাসন নিয়েছিলেন নীল। কিন্তু শেষরক্ষা হয়নি। হঠাৎই নাক বন্ধ, মুখে স্বাদ নেই।
শরীরে ভীষণ ক্লান্তি। একটুও দেরি না করে পরীক্ষা করান। রিপোর্ট পজিটিভ আসতেই থমকেছিলেন ‘শ্যামা’র রিল লাইফ হিরো।
নীল বলেন, করোনা কিন্তু অকারণে অতিরিক্ত প্রচার পেয়ে যাচ্ছে। ভয় না পেলে, সতর্কতা এবং চিকিৎসকের নির্দেশ মানলে মহামারিও কাবু মানুষের কাছে।
সেরা নিউজ/আকিব