ইন্টারন্যাশনাল ডেস্ক:
যুবপ্রজন্মকে অন্ধকার ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছেন! দেশে বেকারত্বের হার নিয়ে মোদিকে নজিরবিহীন খোঁচা দিলেন সাংসদ ও অভিনেত্রী নুসরাত জাহান।
প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে নুসরাত মন্তব্য করেন, মোদি শাসিত ভারতে কোনও কাজ নেই। টুইটারে হ্যাশট্যাগ ব্যবহার করে মোদিকে নিয়ে এমন মন্তব্য করেছেন টলিগঞ্জের এ অভিনেত্রী।
নুসরাত জাহান তার টুইটার হ্যান্ডেলে লেখেন, ‘আমাদের দেশে এত জনসংখ্যা, তার ভিত্তিতে যুবপ্রজন্মের জন্য কী করছেন নরেন্দ্র মোদি? ওদের ভবিষ্যতের জন্য কি শুধু বেকারত্বই রেখেছেন? দেশের তরুণ প্রজন্মের নাড়ি বুঝতে আপনি ব্যর্থ! ওদের অন্ধকার ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছেন আপনি। সত্যিই লজ্জাজনক!’
করোনার কারণে ভারতে কর্মহীন মানুষের সংখ্যা বেড়েই চলছে। সম্প্রতি দ্য ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এবং দ্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক-এই দুই সংস্থার এক সমীক্ষায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। দেখা গিয়েছে, এই অতিমারী পরিস্থিতিতে দেশে রেকর্ড হারে বৃদ্ধি পেয়েছে বেকারত্বের সংখ্যা। যুবপ্রজন্মের প্রায় ৪১ লাখ মানুষ কাজ হারিয়েছেন। যার ফলে তরুণ প্রজন্ম হতাশা, অবসাদের শিকারও হচ্ছে। এই সমীক্ষার রিপোর্ট আসার পর মোদিকে নিয়ে কথা বললেন সাংসদ ও অভিনেত্রী নুসরাত জাহান।
সেরা নিউজ/আকিব