নতুন ক্রোমবুক আনল ডেল - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
নতুন ক্রোমবুক আনল ডেল - Shera TV
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১২:২৯ অপরাহ্ন

নতুন ক্রোমবুক আনল ডেল

সেরা টিভি
  • প্রকাশের সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২০

সেরা টেক ডেস্ক:

নতুন ক্রোমবুক আনল মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ডেল। নতুন এই ডিভাইসটির মডেল ল্যাটিটিউড ৭৪১০ ক্রোমবুক এন্টারপ্রাইজ। এটির প্রাথমিক দাম শুরু হয়েছে ১২৯৯ ডলার থেকে।

ল্যাটিটিউড ৭৪১০ ক্রোমবুক এন্টারপ্রাইজ লো ব্লু লাইট টেকনোলজির সাথে ফোরকে প্যানেল দেওয়া হয়েছে। এর চারপাশেই সরু বর্ডার আছে। আবার এতে দেওয়া হয়েছে নয়েস রিডাকশন ফিচার।

কোম্পানির দাবি এই ক্রোমবুক ২১ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ দিতে পারে। এর এক্সপ্রেস চার্জ ফিচারের মাধ্যমে কেবল ২০ মিনিটে ক্রোমবুকটি ০-৩৫ শতাংশ চার্জ করা যায়। আবার ১ ঘণ্টায় ৮০ শতাংশ চার্জ হয়।

এই ক্রোমবুকে এলটিই মোবাইল ব্রডব্যান্ড, দশম জেনারেশন ইন্টেল কোর আই৭ প্রসেসর আছে। এছাড়াও ইন্টেল ওয়াই-ফাই ৬ সাপোর্ট দেওয়া হয়েছে। এতে পাবেন অপশনাল বিল্ট ইন প্রাইভেসি প্যানেল এবং ক্যামেরা প্রাইভেসি শাটার।

ল্যাটিটিউড ৭৪১০ ক্রোমবুক এন্টারপ্রাইজ অ্যালুমিনিয়াম বা কার্বন ফাইবার, দুটি বিকল্পে কিনতে পারবেন। এই ল্যাপটপটি এথেন ইনোভেশন প্রোগ্রাম প্রজেক্টে প্রজেক্টে ইন্টেলের সাথে মিলে ডেল বানিয়েছে।

সেরা নিউজ/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360