মারে ৩০ মিনিটে পাওয়া যাবে করোনা পরিক্ষার ফল - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
মারে ৩০ মিনিটে পাওয়া যাবে করোনা পরিক্ষার ফল - Shera TV
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১১:৫৯ পূর্বাহ্ন

মারে ৩০ মিনিটে পাওয়া যাবে করোনা পরিক্ষার ফল

সেরা টিভি
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২০

সেরা টেক ডেস্ক:

করোনা পরীক্ষা নিয়ে সারা বিশ্বই এখন রীতিমতো নাজেহাল। সাথে আছে হাজারো বিভ্রান্তি, বিতর্ক আর প্রশ্ন। তবে করোনাকাল সুস্পষ্ট করেছে আগামী দিনে তথ্যপ্রযুক্তিই হতে যাচ্ছে জীবন জীবিকার অন্যতম শক্তি।

করোনা সহসাই বিদায় নিচ্ছে না। আর তা টিকে থাকবে দীর্ঘমেয়াদি সময় ধরে। চিকিৎসক আর গবেষকেরা এমন তথ্যই জানাচ্ছেন।

যদি ৩০ সেকেন্ডে সহজেই পাওয়া যায় করোনা পরীক্ষার ফলাফল। খরবটি শুনে অবাক লাগারই কথা। তবে মাত্র ৩০ সেকেন্ডেই করোনা পরীক্ষার ফলাফল জানা যাবে প্রযুক্তির বদৌলতে। তাও আবার নির্ভুল ফলাফল।

শুধু কষ্ঠস্বর শুনেই কৃত্রিম বুদ্ধিমত্তা বলে দেবে করোনার ফল। ভারতে প্রথমবার কন্ঠস্বরের ভিত্তিতে করোনা পরীক্ষা শুরু হতে যাচ্ছে। দেশটির বাণিজ্যিক শহর মুম্বাই পৌরসভার (বিএমসি) উদ্যোগে এক হাজার মানুষের ওপর পরীক্ষামূলকভাবে পরিচালনা করা হবে কণ্ঠনির্ভর করোনা পরীক্ষা।

ভারতে কৃত্রিম বুদ্ধিমত্তার (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) অ্যাপ দিয়ে করোনা পরীক্ষার ঘটনা হবে এটাই প্রথম। অ্যাপভিত্তিক করোনা পরীক্ষা বিষয়ে মুম্বাইয়ের অতিরিক্ত কমিশনার সুরেশ কাকানি জানান, ইতিমধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এ ধরনের অ্যাপ দিয়ে করোনা পরীক্ষা শুরু করেছে।

প্রথম প্রথম যাদের কণ্ঠস্বর পরীক্ষা করা হবে তাদের শ্লেষ্মার নমুনাও (আরটি-পিসিআর) সংগ্রহ করা হবে। ফলে প্রাথমিকভাবে দুই ধরনের পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করেই কণ্ঠনির্ভর কৃত্রিম বুদ্ধিমত্তার সক্ষমতা চূড়ান্তভাবে যাচাই করা হবে। বাস্তবে করোনা পরীক্ষায় এ অ্যাপ কতটা নির্ভুল হচ্ছে, তা নিশ্চিত হতেই প্রথমে দুই পদ্ধতিতেই করোনা পরীক্ষা নেয়া হবে।

সফটওয়্যারনির্ভর এ পরীক্ষায় কণ্ঠস্বর রেকর্ড হবার মাত্র ৩০ সেকেন্ডের মধ্যেই ফলাফল জানিয়ে দেবে করোনার পরীক্ষার জন্য তৈরি বিশেষ এ অ্যাপ।

গবেষণা সূত্র বলছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি ঘরানার অ্যাপ দিয়ে করোনা পরীক্ষায় শতকরা ৮৫ ভাগ নির্ভুল ফলাফল পাওয়া গেছে। শুরুতে একেবারে বিনামূল্যেই এ ধরনের পরীক্ষা করানো হবে মুম্বাই শহরে। পরীক্ষার ফলাফল সন্তোষজনক আর নির্ভুল হলে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ পদ্ধতিতে করোনা পরীক্ষার উদ্যোগ নেয়া হবে বলে জানান অতিরিক্ত মুম্বাই কমিশনার সুরেশ কাকানি।

সেরা নিউজ/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360