ইন্টারন্যাশনাল ডেস্ক:
রাম মন্দিরের পর এবার অযোধ্যায় মসজিদ নির্মাণের কাজও শুরু হয়ে যাচ্ছে। ১৪০০ বর্গ মিটার জমির ওপর নির্মিত হয়েছিল বাবরি মসজিদ। অযোধ্যায় ধন্নিপুরে যে মসজিদ নির্মাণ হবে সেটির ক্ষেত্রফলও হবে বাবরির সমান। এ ছাড়া রহিম, রসখান, কবিরদের কাজ ও কর্ম প্রচারের জন্য সেন্টারও নির্মিত হবে সেখানে।
জিনিউজি জানায়, এই মসজিদের নাম দেওয়া হবে ধন্নিপুর মসজিদ। অবশ্য মসিজদের নামকরণ এখনও ঠিক করা হয়নি। আলোচনার পরই এই মসজিদটির চূড়ান্ত নাম ঠিক রাখা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
‘ইন্দো-ইসলামিক কালচারাল ফাউন্ডেশন’ নামের ওই ট্রাস্টের চেয়ারম্যান হয়েছেন উত্তরপ্রদেশ সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ডের প্রেসিডেন্ট জুফর আহমেদ ফারুকি।
সেই ট্রাস্টের তত্ত্বাবধানেই শুরু হচ্ছে মসজিদ নির্মাণের কাজ। ওই এলাকায় হাসপাতাল নেই, তাই সাধারণ মানুষের অনুরোধেই মসজিদের পাশাপাশি হবে হাসপাতালও। রোববার মসজিদের বরাদ্দ জমিতে ট্রোপোগ্রাফি নকশা তৈরি করা হয়েছে। সেই নকশা মসজিদ ট্রাস্ট-এর হাতে তুলে দেওয়া হবে।
সেরা নিউজ/আকিব