স্পোর্টস ডেস্ক:
নিজের ৩৪তম জন্মদিন উপলক্ষে বড় আয়োজন করেন গতিতারকা উসাইন বোল্ট। তার জন্মদিনের অনুষ্ঠানে ছিলেন ইংলিশ ফুটবলার রাহিম স্টারলিং, ক্যারিবিয়ান ব্যাটিং তারকা ক্রিস গেইলসহ অনেকেই। জন্মদিনের পার্টির পরই করোনা পজিটিভ আসে বোল্টের।
আশঙ্কা ছিলো অন্যদের নিয়েও। যথাসময়ে আইপিএলে যোগ দিতে পারবেন কিনা গেইল-এ নিয়ে ছিলো সন্দেহ। তবে আশঙ্কার কালো মেঘ কেটে গেছে। এরইমধ্যে দুইবার পরীক্ষা করে করোনা নেগেটিভ পেয়েছেন গেইল। যার ফলে তার আরব আমিরাত সফর নিয়ে কোনো সংশয় রইলো না। যথাসময়েই কিংস ইলেভেন পাঞ্জাবের সঙ্গে যোগ দিতে পারবেন এই ক্যারিবিয়ান ব্যাটসম্যান।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে করোনা নেগেটিভ হওয়ার খবর জানিয়েছেন গেইল। তার নমুনা সংগ্রহের একটি ভিডিও ক্লিপও আপলোড করেছেন গেইল।
তবে আরব আমিরাতে যাওয়ার পর বিমানবন্দরেই আরো একবার করোনা টেস্ট করা হবে। এরপর তাকে থাকতে হবে ছয়দিনের কোয়ারেন্টাইনে। সবগুলো পরীক্ষায় নেগেটিভ এলেই তবে পাঞ্জাবের সঙ্গে যোগ দিতে পারবেন গেইল।
সেরা নিউজ/আকিব