সেরা নিউজ ডেস্ক:
মার্কিন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য পুনরায় রিপাবলিকান দলের মনোনয়ন পেয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার শার্লটে রিপাবলিকানদের ন্যাশনাল কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানে ট্রাম্প বলেন, এবারের নির্বাচন হবে ঐতিহাসিক। এদিকে, করোনা মহামারির মধ্যে ডাকযোগে ভোট গ্রহণ ব্যবস্থাকে ঢেলে সাজাতে মার্কিন কংগ্রেসে শুনানি অনুষ্ঠিত হয়েছে।
ডাকযোগে ব্যালটের এই পন্থাকে প্রেসিডেন্ট ট্রাম্প সমর্থন না করলেও ডেমোক্র্যাটরা একে স্বাগত জানাচ্ছেন। নর্থ ক্যারোলাইনার শার্লটে রিপাবলিকান দলের ন্যাশনাল কনভেনশনের প্রথম দিনে বেশ উচ্ছ্বাস নিয়ে হাজির হন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, এবারের নির্বাচন ঐতিহাসিক। তবে নির্বাচনে কারচুপির আশঙ্কা প্রকাশ করেন ট্রাম্প।
করোনার মধ্যে ব্যাপক উপস্থিতি ছিল না কনভেনশনে। সামাজিক দূরত্ব বজায় রেখে স্বল্প সংখ্যক প্রতিনিধি সশরীরে ভোট দেন। তবে অনলাইনে তাদের মত জানান অনেকে। রিপাবলিকান দলের প্রার্থী হতে ট্রাম্পের দরকার ছিল এক হাজার ২শ ৭৬ জন প্রতিনিধির সমর্থন কিন্তু তিনি প্রয়োজনের চেয়ে প্রায় দ্বিগুন ভোট পেয়ে মনোনয়ন নিশ্চিত করেন।
তবে সোমবার দিনের শুরুটা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে খুব একটা ভাল গেছে তা বলা যাবে না। এদিন ট্যাক্স ফাঁকি দেওয়ার কারণে ছেলে এরিক ট্রাম্পকে পদচ্যুত করতে আদালতে আর্জি জানান নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল।
এর আগের দিন পদত্যাগের ঘোষণা দেন ট্রাম্পের বিশ্বস্ত উপদেষ্টা কেলিয়ান কনওয়ে। এদিনই ট্রাম্পকে ‘নীতিহীন’, ‘মিথ্যুক’ ও ‘নিষ্ঠুর’ আখ্যা দেন তারই বড় বোন ম্যারিঅ্যান ট্রাম্প ব্যারি। সেই সাথে পর্নো তারকা স্টর্মিকে মামলার খরচ ৪৪ হাজার ডলার দেওয়ার জন্যও আদালত নির্দেশ দেন ট্রাম্পকে।
চারদিনব্যাপী কনভেনশনের শেষ দিন বৃহস্পতিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে মনোনয়ন গ্রহণ করবেন। ওইদিন তিনি হোয়াইট হাউজ থেকে তার সমাপনী বক্তব্য দেবেন।
করোনা মহামারির মধ্যে আসন্ন নির্বাচনে ডাকযোগে ভোট গ্রহণের সম্ভাবনার বিষয়ে সোমবার মার্কিন কংগ্রেসে শুনানি অনুষ্ঠিত হয়েছে। এতে ডাক বিভাগের প্রধান বলেছেন, তার প্রতিষ্ঠান সময়মতো নির্বাচনের ব্যালট পৌছে দিতে সক্ষম। ডেমোক্র্যাটরা চাইলেও রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তাতে অনীহা জানিয়ে আসছেন।
সেরা নিউজ/আকিব