স্টাফ রিপোর্টার:
কথিত বন্দুকযুদ্ধে মাহামুদুল হক নামে একজনের মৃত্যুর ঘটনাকে ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ দাবি করে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশসহ ২৩ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। বুধবার কক্সবাজারে জ্যেষ্ঠ বিচারিক হাকিম হেলাল উদ্দিনের আদালতে এ মামলা হয়েছে। আদালত এ ঘটনায় টেকনাফ থানায় সেই সময়ে দায়ের করা মামলার বিস্তারিত প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন।
টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার এলাকার নুরুল হোছাইন বাদী হয়ে এ মামলা দায়ের করেন। বাদী অভিযোগ করেছেন, তার ভাই মাহামুদুল প্রবাস থেকে ফেরত আসার পর পুলিশ তার কাছ থেকে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। এ টাকা না দেওয়ায় ২০১৯ সালের ২৮ মার্চ তার ভাইকে ধরে নিয়ে যাওয়া হয়। ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতিতে ৫ লাখ টাকা চাঁদা দিলেও ৩১ মার্চ তার ভাইকে বন্দুকযুদ্ধের নামে হত্যা করা হয়।
বাদী জানান, তার ভাইয়ের বিরুদ্ধে কোনো মামলা ছিল না। পরিকল্পিতভাবে তার ভাইকে হত্যা করা হয়েছে। এর পর থেকে পুলিশ তাদেরকে ধারাবাহিকভাবে হুমকি প্রদান করেছে। নিরাপত্তার অভাবে এতদিন মামলা করার সুযোগ ছিল না। এখন সুযোগ হয়েছে, তাই মামলা করেছেন।
বাদীপক্ষের আইনজীবী কাসেম আলী জানান, এজাহারটি পর্যালোচনা করে আদালত আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে বন্দুকযুদ্ধ সংক্রান্ত টেকনাফ থানায় সেই সময় দায়ের করা মামলার বিস্তারিত প্রতিবেদন আদালতে দাখিল করতে আদেশ দিয়েছেন। প্রদীপ দাশ টেকনাফের ওসি থাকাকালে কথিত বন্দুকযুদ্ধে দেড় শতাধিক লোক নিহত হয়েছেন। তাদের অনেকেই নিরপরাধ ছিলেন বলে স্বজনরা দাবি করেছেন। মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় বর্তমানে রিমান্ডে রয়েছেন প্রদীপ দাশ।
সেরা নিউজ/আকিব