লাইফস্টাইল ডেস্ক:
ধরুন হঠাৎ কোথাও যাবেন, সেক্ষেত্রে দশ মিনিটের মধ্যে উজ্জ্বল ত্বক পেতে হলে কিন্তু কোনও ক্রিমই কাজে দেবে না। তবে সেক্ষেত্রে বাড়িতে উপকরণ মজুত থাকলে উজ্জ্বল ত্বকের খাতিরে এটুকু খাটনি কি খুব বেশি হবে? মনে হয় না। চলুন দ্রুত ত্বককে সতেজ ও উজ্জ্বল করতে কিছু সহজ উপায় জেনে নেই।
১. ইন্সট্যান্ট গ্লো পেতে চাইলে লেবুর থেকে ভাল বোধহয় আর কিছু নেই। ত্বকের দাগ-ছোপ কমিয়ে উজ্জ্বলতা বাড়াতে লেবু ব্যবহার করতে পারেন। পছন্দের টোনারে অথবা ফেসপ্যাকে লেবুর রস মিশিয়ে ব্যবহার করুন।
২. দুধে থাকা ল্যাকটিক অ্যাসিডও ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে। এক টেবলচামচ করে মধু ও দুধ মিশিয়ে মুখে, গলায় লাগিয়ে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
৩. ত্বকে চটজলদি উজ্জ্বলতা আনতে হলুদও কিন্তু কার্যকর। ১ চা-চামচ কাঁচা হলুদ বাটার সঙ্গে ৩ চা-চামচ লেবুর রস মিশিয়ে মুখে লাগান। মুখ ধুলেই দেখবেন ত্বক কেমন জেল্লাদার হয়ে উঠেছে।
৪. ত্বককে নিমেষে তরতাজা করতে ডিমও অতি পরিচিত একটি উপাদান। একটা ডিম ভালভাবে ফেটিয়ে মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। তৈলাক্ত ত্বকের জন্য তো খুবই ভাল। ত্বককে সজীব করার পাশাপাশি ত্বক দৃঢ় রাখতেও ডিম উপকারী।
৫. ট্যান কমাতে টমেটো কতটা উপকারী তা সকলেরই জানা। ত্বকের পোড়াভাব কমায় বলে, ত্বককে উজ্জ্বল করতেও বেশ কার্যকর। ২টো টমেটো বেটে তাতে ২ টেবলচামচ লেবুর রস মিশিয়ে প্রতিদিন গোসলের আগে ব্যবহার করুন। ১০ মিনিট ভালভাবে ত্বকে মাসাজ করে ধুয়ে ফেলুন।
৬. টকদইতে থাকা অ্যাসিডও ত্বকে উজ্জ্বলতা দেয়। রোদ থেকে ফিরে মুখে টকদই লাগাতে পারেন। ট্যান পড়বে না। এছাড়া ২ চামচ টকদইয়ের সঙ্গে ১ চামচ মধু মিশিয়ে লাগান। উপকার পাবেন।
৭. ত্বকে সজীবতা আনতে ফলের ভূমিকা অনস্বীকার্য। তাই ফেসপ্যাকে ফল ব্যবহার করতে পারেন। অ্যাভোকাডো, স্ট্রবেরি, শসা, পেঁপে ইত্যাদি ফলের অ্যাসিড ও ভিটামিন ত্বককে উজ্জ্বল করে। সমপরিমাণে পছন্দের ফল নিয়ে একসঙ্গে পেস্ট করে মুখে লাগান। ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
৮. ত্বকের উজ্জ্বলতা বাড়াতে জিরার ব্যবহার নতুন মনে হলেও, ভীষণ কার্যকর। এতে ত্বকের বিভিন্ন ইমপিউরিটিসও দূর হয়। ১ চা-চামচ জিরে ১ গ্লাস পানিতে ফুটিয়ে ঠাণ্ডা করে নিন। এই পানি দিয়ে মুখ ধুতে পারেন। প্রতিদিন ব্যবহার করলে দেখবেন ত্বক অনেক পরিষ্কার ও জেল্লাদার হয়ে উঠেছে।
৯. ডাবের জল শুধু পেট ঠাণ্ডা রাখতেই নয় বরং ত্বক উজ্জ্বল করতেও কার্যকর। এতে ত্বকের দাগ-ছোপ দূর হয়।
১০. বেসনও ত্বকের উজ্জ্বলতা বাড়াতে কার্যকর। ২ চামচ বেসনের সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস ও কয়েক ফোঁটা গোলাপজল মিশিয়ে মুখে লাগান।
১১. ত্বক উজ্জ্বল করতে চাল ধোওয়া পানি ব্যবহার করতে পারেন। ত্বকের অতিরিক্ত তেল শুষে ত্বককে সতেজ ও উজ্জ্বল করতে এই পানি খুব ভাল। পরিষ্কার পানিতে চাল ধুয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নিন। এই পানি ছেঁকে ঠাণ্ডা করে টোনার হিসেবে ব্যবহার করুন।
সেরা নিউজ/আকিব