ইন্টারন্যাশনাল ডেস্ক:
করোনাভাইরাস মহামারি শুরুর পর আট মাস পার হয়েছে। এখনো স্তব্ধ গোটা বিশ্ব। ভাইরাস থেকে বাঁচার পথ খুঁজতেই কাটছে সময়। তবে যে চীন থেকে ভাইরাসের উৎপত্তি হয়েছে বলে মনে করা হয় সেখানে অনেকটাই স্বাভাবিক জীবন ফিরে এসেছে। বিভিন্ন শহরে পার্টি, ফেস্টিভ্যাল ও কনসার্টে মাতছে চীনারা।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবর বলা হয়েছে, চীনের বিভিন্ন স্থানে এসব পার্টিতে জড়ো হচ্ছেন হাজারো মানুষ। তবে সেখানে সামাজিক দূরত্ব মানছেন না কেউ। এতদিন ঘরে আবদ্ধ থাকার পর বাইরে বের হয়ে আনন্দে ভাসছেন তারা।
চীনের রাজধানী বেইজিংয়ের লাগোয়া হেবেইয়ের জনসংখ্যা প্রায় সাড়ে সাত কোটি। গত সপ্তাহে সেখানে মিউজিক্যাল কনসার্টের আয়োজন করা হয়। সেখানে হাজির হয়েছিলেন চার হাজারের বেশি মানুষ। নেচে-গেয়ে, আনন্দ উল্লাসে সময় কাটান তারা। সেখানে করোনাভাইরাসের কোনো স্বাস্থ্যবিধি মানেননি কেউ।
এছাড়া সম্প্রতি চীনের শোডেংয়ের কিংদাউ শহরে একটি বিয়ার ফেস্টিভ্যালের আয়োজন করা হয়। তিন হাজারের বেশি লোক তাতে অংশ নিয়েছিলেন। ৯৫ শতাংশ মানুষের মুখে মাস্ক ছিল না। আয়োজকরা জানিয়েছেন, প্রবেশ ছিল অবাধ। মাস্ক পরে আসার কোনো বাধ্যবাধকতা ছিল না।
চীনের হুবেই প্রদেশের উহানে করোনার প্রথম সংক্রমণ হয়েছিল বলে মনে করা হয়। সেই উহানেও পাব, ক্লাব পার্টিতে মজছেন সাধারণ মানুষ। পুল পার্টিতে শত শত লোক আনন্দ করছেন। সেখানে করোনার স্বাস্থ্যবিধি অনুপস্থিত।
সেরা নিউজ/আকিব