ইন্টারন্যাশনাল ডেস্ক:
দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
পার্সেল উপদ্বীপে সামরিক মহড়া চলাকালে অন্তত চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় চীন। পেন্টাগন বলছে, ২০০২ সালে বিতর্কিত জলসীমায় উস্কানিমূলক কর্মকাণ্ড এড়িয়ে চলার প্রতিশ্রুতি দেয় বেইজিং। সবশেষ কর্মকাণ্ড সেই প্রতিশ্রুতির লঙ্ঘন বলে জানায় মার্কিন প্রতিরক্ষা দফতর।
এক বিবৃতিতে পেন্টাগন জানায়, দক্ষিণ চীন সাগরের বিতকির্ত এলাকায় চীনের সামরিক মহড়া উত্তেজনা নিরসন এবং স্থিতিশীলতা পরিপন্থী। বেইজিংয়ের ক্ষেপনাস্ত্র পরীক্ষা দক্ষিণ চীন সাগরের পরিস্থিতিকে আরো জটিল করবে বলে সতর্ক করে মার্কিন প্রতিরক্ষা দফতর।
পেন্টাগনের বিবৃতিতে আরো বলা হয়, চীনের এমন আচরণ ২০০২ সালের ঘোষণার লঙ্ঘন। ওই ঘোষণায় দক্ষিণ চীন সাগর নিয়ে বিবদমানপক্ষগুলো সংঘাত সৃষ্টি থেকে বিরত থাকতে একমত হয়। কিন্তু চীনের আচরণ সেই ঐক্যমতে বিভেদ বাড়াতে পারে বলে শঙ্কা প্রকাশ করা হয়।
গেলো কয়েক দশকে বিতর্কিত জলসীমায় বেশ কয়েকটি সামরিক স্থাপনা নির্মাণ করেছে চীন। যেখানে মালিকানা দাবি করছে ভিয়েতনাম, ফিলিপিন্স. মালেয়েশিয়া, তাইওয়ান এবং ইন্দোনেশিয়া।
সাউথ চায়না মর্নিং পোস্ট জানায়, বৃহস্পতিবার কিনঘাই প্রদেশ থেকে ডিএফ-২৬বি মডেলের একটি আন্ত:মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে চীন। ঝেজিয়াং প্রদেশে থেকে চালানো হয় ডিএফ-২১ডি মডেলের মধ্যপাল্লার আরেকটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা। খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের একটি গুপ্তচরবৃত্তির বিমান চীনের নো ফ্লাই জোনে প্রবেশ করে। সে সময় চীনা নৌবাহিনীর সামরিক মহড়া চলছিল।
চীনের নো-ফ্লাই জোনে মার্কিন চরবৃত্তির বিমান প্রবেশকে উস্কানিমূলক কর্মকাণ্ড আখ্যা দিয়েছে বেইজিং।
‘এয়ারক্রাফট ক্যারিয়ার কিলার’
পার্সেল উপদ্বীপ যা চীনের কাছে জিশা উপদ্বীপ নামে পরিচিত। ২৩ থেকে ২৯ আগস্ট পর্যন্ত সেখানে সামরিক মহড়া চালায় চীনা সামরিক বাহিনী। বিতর্কিত জলসীমায় অবৈধভাবে দখলদারিত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে বেইজিংয়ের চালানো সামরিক মহাড়া দক্ষিণপূর্ব এশিয়ার প্রতিবেশীদের বিরুদ্ধে দেশটির চালানো সবশেষ ন্যক্কারজনক পদক্ষেপ বলে মন্তব্য করেছে পেন্টাগন।
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, জুলাইতে বিতর্কিত এলাকায় সামরিকীরণ এবং জবরদস্তি বন্ধের জন্য চীনের প্রতি আহ্বান জানায় যুক্তরাষ্ট্র। আহ্বান উপেক্ষা করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাধ্যমে বেইজিং উস্কানি দিচ্ছে বলে মত ওয়াশিংটনের।
গেলো মাসে আনুষ্ঠানিকভাবে ডিএফ-২৮বি উদ্বোধন করে চীন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম গ্লোবাল টাইমস জানায়, এটি সমুদ্রে চলমান লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সক্ষম। যাকে ক্রয়ারক্রাফট ক্যারিয়ার কিলার নামকরণ হয়েছে।
দক্ষিণ চীন সাগরে স্থাপনা নির্মাণে বেইজিংকে সহায়তা করায় এর আগে চীনা রাষ্ট্রীয় মালিকানাধীন ২৪টি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের এ পদক্ষেপের তীব্র সমালোচনা করেছে বেইজিং।
যুক্তরাষ্ট্রের এমন আচরণকে চীনের অভ্যন্তরীণ বিষয়ে চূড়ান্ত হস্তক্ষেপ বলে নিন্দা জানানো হয়েছে। ওয়াশিংটন স্বৈরাচারী মনোভাব নিয়ে এগুচ্ছে জানিয়ে দেশটির বিরুদ্ধে ক্ষমতা দেখানোর অভিযোগ তুলেছে বেইজিং।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, চীনা কোম্পানির আইনি অধিকার রক্ষায় বেইজিং যথাসময়ে সঠিক পদক্ষেপ নেবে।
সেরা নিউজ/আকিব