ইন্টারন্যাশনাল ডেস্ক:
দ্বিতীয় বারের মতো করোনায় আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের নেভাডার এক বাসিন্দা। ২৫ বছর বয়সী ওই ব্যাক্তি যুক্তরাষ্ট্রের প্রথম ‘একাধিকবার করোনা আক্রান্ত’ ব্যাক্তি। পরীক্ষা থেকে জানা গেছে, ওই ব্যাক্তি দুইবার ভিন্ন ধরণের করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার বিষয়টি নিয়ে গবেষণা করছে নেভাডা বিশ্ববিদ্যালয়ের একটি গবেষক দল। এ খবর দিয়েছে সিএনএন।
এই রোগির নাম গণমাধ্যমে প্রকাশ করা হয়নি। জানানো হয়েছে, গত এপ্রিলে প্রথম তিনি করোনা আক্রান্ত হন। সেসময় তার গলা ব্যাথা, কাশি, মাথাব্যাথা ও ডায়রিয়া দেখা যায়।
২৭ এপ্রিল থেকে তিনি সুস্থ হতে শুরু করেন। এরপর তিনি পরীক্ষা করলে তার করোনা নেগেটিভ আসে। পরবর্তী এক মাস তিনি সুস্থ ছিলেন। মে মাসের শেষ দিনে তিনি আবার অসুস্থ হয়ে পরেন। তার আবারো জ্বর, কাশি ও ডাইরিয়া দেখা যায়। ৫ দিন অসুস্থ থাকার পর হাসপাতালে ভর্তি হন তিনি। তাকে এসময় অক্সিজেন সাপোর্টে রাখা হয়। পরীক্ষার পর জানা যায়, তিনি আবারো করোনায় আক্রান্ত হয়েছেন।
নেভাডার গবেষকরা তার শরীর থেকে ভাইরাসের জিন সংগ্রহ করেছেন। এতে তারা দেখেছেন আক্রান্ত ব্যক্তিকে দুইবার দুই ধরণের করোনা ভাইরাস আক্রমণ করেছে। গবেষকরা এখন বলছেন, মানুষ একাধিকবার করোনায় আক্রান্ত হতে পারেন। তবে বিশ্বে এটিই একাধিকবার করোনায় আক্রান্ত হওয়া প্রথম ঘটনা নয়। গত সপ্তাহে হংকং-এ ৩৩ বছর বয়সী এক ব্যক্তি দ্বিতীয় বারের মতো করোনায় আক্রান্ত হন।
সেরা নিউজ/আকিব