ইন্টারন্যাশনাল ডেস্ক:
ভূমধ্যসাগরে তেল-গ্যাস অনুসন্ধান নিয়ে তুরস্কের সঙ্গে গ্রিসের উত্তেজনা চলছে। এরই মধ্যে আইওনিয়ান সাগরে আঞ্চলিক জলসীমা ৬ নটিক্যাল মাইল থেকে বাড়িয়ে ১২ নটিক্যাল মাইল করার ঘোষণা দিয়েছে গ্রিস। আর এতেই ক্ষুব্ধ হয়েছেন তুর্কি প্রেসিডেন্ট। রবিবার বিজয় দিবস উপলক্ষ্যে আধুনিক তুরস্কের জনক কামাল আতাতুর্কের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন এরদোয়ানসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা।
এক বার্তায় এরদোয়ান বলেন, তুরস্ক বিশেষত ভূমধ্যসাগরের বিষয়ে কোনো হুমকিধমকিতে মাথা নত করবে না। বরং আন্তর্জাতিক আইন ও দ্বিপক্ষীয় চুক্তির আলোকে নিজেদের অধিকার সংরক্ষণ করবে।
এদিকে গ্রিসের প্রধানমন্ত্রী ক্রিয়াকোস মিতসোটাকিস বলেন, সরকার আইওনিয়ান সাগরে ইতালির মুখোমুখি গ্রিসের আঞ্চলিক জলসীমা দ্বিগুণ করার একটি বিল জমা দেওয়ার পরিকল্পনা করছে। সম্প্রতি পূর্ব ভূমধ্যসাগরে মিশর ও সাইপ্রাস বড় জ্বালানি খনির সন্ধান পেয়েছে। এর পরই গ্রিস ওই এলাকায় প্রাকৃতিক সম্পদের খোঁজ পাওয়ার জন্য অতি মাত্রায় তত্পর হয়ে উঠেছে। আর এতেই তুরস্ক সরকার কড়া হুঁশিয়ারি দিয়েছে।
সেরা নিউজ/আকিব