লাইফস্টাইল ডেস্ক:
একটু ভারী মেক-আপের জন্য প্যানকেক আদর্শ। প্যানকেক অনেকক্ষণ স্থায়ী হয়। বিশেষ করে তৈলাক্ত ত্বকে মেক-আপ দীর্ঘস্থায়ী করতে প্যানকেক দারুণ উপযোগী। ক্রিম-বেসড মেক-আপের চেয়ে প্যানকেক অনেক বেশি কভারেজ দেয়। এর ম্যাট ফিনিশ লুকের জন্য ত্বক কোমল ও মসৃণ দেখায়।
প্রাথমিকভাবে প্যানকেক ব্যবহার করা একটু কঠিন মনে হতে পারে। তবে কয়েকটি সহজ বিষয় মাথায় রাখলেই দেখবেন সহজেই প্যানকেকের সাহায্যে মেক-আপ করতে পারছেন। জেনে নিন প্যানকেক ব্যবহারের খুঁটি-নাটি।
১. প্যানকেক ব্যবহার করার জন্য প্রথমেই স্প্রে বোতলের সাহায্যে মেক-আপ স্পাঞ্জ একটু ভিজিয়ে নিন।
২. মেক-আপ স্পাঞ্জের একদিকে প্যানকেক লাগান। খুব বেশি চাপ দেবে না।
৩. এবার ধীরেধীরে সারামুখে লাগিয়ে নিন। চোখের পাতায়ও প্যানকেক লাগান।
৪. পোশাকের কাট অনুযায়ী ঘাড় ও গলাতেও প্যানকেক লাগাবেন।
৫. এবার স্পাঞ্জের উলটোদিক দিয়ে প্যানকেক সারামুখে ব্লেন্ড করুন। এমনভাবে ব্লেন্ড করুন যাতে স্কিনটোন ইভেন দেখতে লাগে।
৬. মেক-আপ মুখে বসার জন্য কিছুক্ষণ সময় দিন।
৭. অতিরিক্ত মেক-আপ বল্টিং পেপার দিয়ে মুছে নিন।
৮. মেক-আপ ব্রাশের সাহায্যে সেটিং পাউডার বা পাউডারড ফাউন্ডেশন লাগিয়ে নিন। এতে মুখ মসৃণ ও কোমল দেখাবে।
৯. সাধারণভাবে, ত্বকে গোলাপি রঙের হালকা ফাউন্ডেশন ভাল লাগে।
১০. হালকা ফাউন্ডেশন না থাকলে ভারী ফাউন্ডেশনের সঙ্গে সামান্য ব্রঞ্জার মিশিয়ে ব্যবহার করুন।
১১. ব্রঞ্জিং পাউডার বা শিমার প্যানস্টিকও ভাল হবে। আপনার ত্বক অনুজ্জ্বল ধরনের হলে, ফাউন্ডেশন লাগানোর পর মুখে টাচ অ্যান্ড গ্লো পাউডার লাগান। এটি চটজলদি গ্লো তৈরি করতে ভাল কাজ করে।
১২. পার্টি লুকের জন্যে হালকা গোলাপি শেডের ফাউন্ডেশনে সামান্য সিলভার শিমার মিশিয়ে নিতে পারেন। আপনার ত্বক খুব ফর্সা হলে খেয়াল রাখতে হবে যাতে মেক-আপ খুব চড়া না দেখায়।
সেরা নিউজ/আকিব