ইন্টারন্যাশনাল ডেস্ক:
মধ্যপ্রাচ্যের অর্থনীতির কেন্দ্র হিসেবে পরিচিত এ অঞ্চলে আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।
টুইটারে দেওয়া সরকারি যোগাযোগ অফিস জানায়, ৫৭৪ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে কিন্তু গত ২৪ ঘণ্টায় কেউ প্রাণ হারায়নি।
এদিকে শিক্ষা মন্ত্রনালয়ের বরাত দিয়ে বলা হয়েছে, চলতি সপ্তাহে চালু হওয়া স্কুলসমূহ দূরবর্তী শিক্ষা পদ্ধতিতে চলবে।
সেরা নিউজ/আকিব