স্পোর্টস ডেস্ক:
নতুন মৌসুমে লা লিগার প্রথম এল ক্লাসিকো অনুষ্ঠিত হবে বার্সেলোনার ন্যু ক্যাম্পে। আগামী ২৫শে অক্টোবর রিয়াল মাদ্রিদকে আতিথ্য দেবে কাতালান জায়ান্টরা। গত সোমবার লা লিগার ২০২০-২১ মৌসুমের সূচি প্রকাশ করেছে কর্তৃপক্ষ। সান্তিয়াগো বার্নাব্যুতে দ্বিতীয় এল ক্লাসিকো অনুষ্ঠিত হবে ১১ই এপ্রিল। মাদ্রিদ ডার্বি যথাক্রমে ১৩ই ডিসেম্বর (বার্নাব্যু) ও ৭ই মার্চ (ওয়ান্দা মেট্রোপলিতানো)। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ মৌসুমের প্রথম লীগ ম্যাচ খেলবে ২০শে সেপ্টেম্বর রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে। যদিও তাদের প্রথম ম্যাচ ছিল গেটাফের বিপক্ষে। সেটি স্থগিত করা হয়েছে।
স্থগিত করা হয়েছে এলচের বিপক্ষে বার্সেলোনার প্রথম ম্যাচটিও। এর পরিবর্তে ২৬শে সেপ্টেম্বর ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচ দিয়ে মৌসুম শুরু করবে বার্সা। অন্যদিকে সেভিয়া-অ্যাটলেটিকো মাদ্রিদ ম্যাচটিও স্থগিত করা হয়েছে। জানা গেছে, রিয়াল, বার্সেলোনা, অ্যাটলেটিকো ও সেভিয়ার খেলোয়াড়দের আরেকটু বিশ্রাম দিতেই তাদের প্রথম ম্যাচ স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। কারণ ইউরোপিয়ান প্রতিযোগিতায় খেলায় লা লিগার অন্য দলগুলোর চেয়ে কম বিশ্রাম নেয়ার সুযোগ পেয়েছে এ চার দল। আগামী ১১ই সেপ্টেম্বর গ্রানাডা-অ্যাটলেটিকো বিলবাও ম্যাচ দিয়ে শুরু হচ্ছে লা লিগার নতুন মৌসুম।
সেরা নিউজ/আকিব