চীনের দখলে ভারতের ১ হাজার বর্গ কিলোমিটার এলাকা - Shera TV
  1. [email protected] : sheraint :
  2. [email protected] : theophil :
চীনের দখলে ভারতের ১ হাজার বর্গ কিলোমিটার এলাকা - Shera TV
শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৬ অপরাহ্ন

চীনের দখলে ভারতের ১ হাজার বর্গ কিলোমিটার এলাকা

সেরা টিভি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০

ইন্টারন্যাশনাল ডেস্ক:

ভারত-চীন সীমান্তের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) বরাবর লাদাখের প্রায় এক হাজার বর্গ কিলোমিটার এলাকা এখন চীনের নিয়ন্ত্রণে। বৃহস্পতিবার (৩ আগস্ট) ভারতের কেন্দ্রীয় সরকারকে দেয়া গোয়েন্দা তথ্যের ভিত্তিতে থেকে দেশটির গণমাধ্যম দ্য হিন্দু এ তথ্য জানিয়েছে।

দ্য হিন্দু জানায়, চীন এ বছরের এপ্রিল-মে থেকে সেনাবাহিনী মোতায়েন করে এলএসির পাশে নিজেদের অবস্থান শক্তিশালী করেছে। ভারতের এক ঊর্ধ্বতন কর্মকর্তা দ্য হিন্দুকে জানান, দেপসাং সমভূমি থেকে চুশুল পর্যন্ত এলএসি বরাবর অঞ্চলগুলোতে চীনা সেনাবাহিনী সুশৃঙ্খলভাবে একত্রিত হচ্ছে।

এর মধ্যে দেপসাং সমভূমির টহল পয়েন্ট ১০-১৩ এর মধ্যে ভারতের দাবি করা এলএসির প্রায় ৯০০ বর্গকিলোমিটার পর্যন্ত নিয়ন্ত্রণ নিয়েছে চীন। গালওয়ান উপত্যকায় প্রায় ২০ বর্গ কিলোমিটার ও হট স্প্রিংস অঞ্চলে ১২ বর্গ কিলোমিটার জায়গা চীনের নিয়ন্ত্রণে আছে বলে জানা গেছে।

প্যানগং সোতে চীনের নিয়ন্ত্রণে আছে ৬৫ বর্গকিলোমিটার ও চুশুলে চীন ২০ বর্গকিলোমিটার নিয়ন্ত্রণে নিয়েছে। প্যানগং সো (হ্রদ) এর কাছে ফিঙ্গার ৪-৮ অঞ্চল পর্যন্ত চীনা বাহিনীর দখলে আছে। ৪-৮ এর মাঝখানে পাহাড়সহ হিসাব করলে জায়গাটি প্রায় আট কিলোমিটার।

ভারত ও চীন উভয় দেশই মে পর্যন্ত এই অঞ্চলটিতে টহল দিয়েছে। ভারত এই জায়গাটিকে এলএসির অংশ হিসেবে বিবেচনা করে। ১৫ জুন পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় চীনের লিবারেশন আর্মির (পিএলএ) সঙ্গে সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনা নিহত হয়। কূটনৈতিক ও সামরিক স্তরের বিভিন্ন দফায় আলোচনার পরও চীন ও ভারতের মধ্যে সীমান্ত নিয়ে উত্তেজনা চলছে।

সেরা নিউজ/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360