অনলাইন ডেস্ক:
প্রেমিকার কাছ থেকে কেড়ে নেওয়া রাজকীয় সম্মান ও পদবি আবার ফিরিয়ে দিয়েছেন থাইল্যান্ডের রাজা ভাজিরালংকরান। বুধবার রাজসিংহাসনের এক গেজেটে এই তথ্য জানানো হয়। খবর: বিবিসি।
রাজার সঙ্গী হিসেবে ঘোষণার কয়েক মাসের মধ্যে গত বছরের অক্টোবরে তার পদবি কেড়ে নেওয়া হয়। গেজেটে সিনিনাত ওয়ংভাজিরাপাকদিকে তার ‘রয়াল কনসোর্ট’ মর্যাদা ফিরিয়ে দেওয়ার কথা জানানো হয়েছে। থাইল্যান্ডে রাজার সঙ্গীকে ‘রয়াল কনসোর্ট’ হিসেবে মর্যাদা দেওয়া হয়। তবে এই মর্যাদা পেলেও তিনি রাজার স্ত্রী হিসেবে স্বীকৃতি পান না।
দেশটির গত প্রায় এক শতাব্দীর ইতিহাসে প্রথমবারের মতো ২০১৯ সালের জুলাইয়ে এই মর্যাদা পেয়েছিলেন সিনিনাত ওয়ংভাজিরাপাকদি। কিন্তু এই মর্যাদা পাওয়ার পর তিনি রানির ভূমিকায় অবতীর্ণ হওয়ার অপচেষ্টা করেছিলেন। এজন্যই তার পদবি কেড়ে নেওয়া হয় বলে রাজপরিবার জানিয়েছে।
সেরা নিউজ/আকিব