স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এক ট্রেনার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ কারণে ক্রিকেটারদের অনুশীলন তিন দিনের জন্য বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ক্রিকেটারদের সঙ্গে ব্যক্তিগত অনুশীলনে অংশ নেন বেশ কয়েকজন সাপোর্ট স্টাফ। তাদের মধ্যে কয়েকজনের করোনার লক্ষণ দেখা দিলে তাদের করোনা টেস্ট করানো হয়। পরে, একজন ট্রেনারের করোনা পজিটিভ ধরা পরে। এর কারণে বিসিবি তিনদিনের জন্য ক্রিকেটারদের অনুশীলন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
ঈদের আগে থেকেই ব্যক্তিগত অনুশীলন শুরু করেছেন ক্রিকেটাররা। এক মাস একক অনুশীলন করার পর গত সপ্তাহ থেকে জুটি বেঁধে অনুশীলন শুরু করেন তারা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, আমাদের এখানে কয়েকজনের লক্ষণ দেখা যাচ্ছে তারা ক্রিকেটারদের সার্পোটার স্টাফ। এ কারণে কয়েকটা দিন অনুশীলন বন্ধ করেছি। আমরা তিনদিন অফ রেখেছি। এদের মধ্যে একজনের পজিটিভ এসেছে।
সেরা নিউজ/আকিব