ভারতে একদিনে করোনায় আক্রান্ত ৮৬ হাজার - Shera TV
  1. [email protected] : sheraint :
  2. [email protected] : theophil :
ভারতে একদিনে করোনায় আক্রান্ত ৮৬ হাজার - Shera TV
শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৮ অপরাহ্ন

ভারতে একদিনে করোনায় আক্রান্ত ৮৬ হাজার

সেরা টিভি
  • প্রকাশের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০

ইন্টারন্যাশনাল ডেস্ক:
একদিনে জোড়া রেকর্ড ভেঙে ফেলল ভারতের করোনা আক্রান্তের সংখ্যা। একটি হল, দৈনিক সংক্রমণের নিরিখে বিশ্বরেকর্ড। একদিনে দেশে করোনার কবলে পড়েছেন প্রায় সাড়ে ৮৬ হাজার মানুষ। অন্যটি হল, আক্রান্তের সংখ্যা ছাড়াল ৪০ লাখ। ব্রাজিলের মোট আক্রান্তের সংখ্যাকে প্রায় ছুঁয়ে ফেলেছে ভারত।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে ভারতের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দেয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৮৬ হাজার ৪৩২ জন। যা গতকালের থেকে প্রায় ৩ হাজার বেশি। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ৪০ লাখ ২৩ হাজার ১৭৯ জন। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৮৯ জনের। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৯ হাজার ৫৬১ জন।

এই মুহূর্তে ব্রাজিলের মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪০ লক্ষ ৯১ হাজারের আশেপাশে। অন্যদিনে ভারতে আক্রান্তের সংখ্যাটা ৪০ লক্ষ ২৩ হাজারের কিছু বেশি। অর্থাৎ দুই দেশের আক্রান্তের সংখ্যায় ব্যবধান খুব একটা বেশি নয়।

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭০ হাজার ৭২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩১ লাখ ৭ হাজার ২২৩ জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ৮ লাখ ৪৬ হাজার ৩৯৫ জন।

ভারতের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দেয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা পরীক্ষা হয়েছে ১০ লাখ ৫৯ হাজার ৩৪৬ জনের। এ পর্যন্ত দেশটিতে মোট করোনা পরীক্ষা হয়েছে ৪ কোটি ৭৭ লক্ষের মত। যা গতকালের থেকে ১ লাখ মতো কম। গত ২৪ ঘণ্টায় দেশটিতে সংক্রমণের হার বেড়ে হয়েছে ৮.১৬ শতাংশ।

উল্লেখ্য, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় ২ কোটি ৬৭ লাখ ৮৫ হাজার ছাড়িয়েছে। আর এ মহামারিতে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৮ লাখ ৭৮ হাজার।

করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮ লাখ ৭৮ হাজার ৮০৮ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৬৭ লাখ ৮৫ হাজার ৪৬২ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ কোটি ৮৮ লাখ ৯৫ হাজার ৪১২ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, ১ লাখ ৯২ হাজার ১১১ জন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে। এ নিয়ে ৬৩ লাখ ৮৯ হাজার ৫৭ জন এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন।

আর আক্রান্ত ও মৃতের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪০ লাখ ৯১ হাজার ৮০১ জন। এবং এখন পর্যন্ত মারা গেছেন ১ লাখ ২৫ হাজার ৫৮৪ জন।

করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যায় তৃতীয় অবস্থানে আছে ভারত।

করোনায় মৃতের দিক থেকে চতুর্থ অবস্থানে আছে মেক্সিকো। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৬ হাজার ৮৫১ জন। আর এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছে ৬ লাখ ২৩ হাজার ৯০ জন।

আক্রান্তের দিক থেকে চতুর্থ অবস্থানে আছে রাশিয়া। দেশটিতে আক্রান্ত ১০ লাখ ১৫ হাজার ১০৫ জন। আর মৃতের সংখ্যা ১৭ হাজার ৬৮৯ জন।

সুস্থতার দিক থেকেও প্রথম অবস্থানে আছে যুক্তরাষ্ট্র (৩৬ লাখ ৩৫ হাজার ৮৫৪ জন), দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল (৩২ লাখ ৭৮ হাজার ২৪৩ জন), এবং তৃতীয় অবস্থানে আছে ভারত (৩১ লাখ ৪ হাজার ৫১২ জন)।

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৫টি দেশে ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

সেরা নিউজ/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360