সেরা এন্টারটেইনমেন্ট ডেস্ক:
দুই বাংলার ছবিতে নায়িকার ভূমিকায় সমানভাবে অভিনয় করে যাচ্ছেন অভিনেত্রী জয়া আহসান। তবে কয়েকবছর ধরে বাংলাদেশের সিনেমায় অভিনয়ের চেয়ে কলকাতার সিনেমায় বেশ নিয়মিত বাংলাদেশের এ অভিনেত্রী। সেই ধারাবাহিকতায় নির্মাতা শিলাদিত্য মৌলিকের ‘ছেলেধরা’ শিরোনামে নতুন ছবিতে অভিনয় করতে যাচ্ছেন তিনি।
এই ছবিতে তাকে নায়িকা নয়, মায়ের চরিত্রে দেখা যাবে। এমনই তথ্য দিয়েছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
টাইমস অব ইন্ডিয়া প্রতিবেদনে জানিয়েছে, নতুন এই সিনেমাটিতে জয়া আহসানকে দেখা যাবে কেন্দ্রীয় চরিত্রে। তবে নায়িকা নয়, একজন মাদকাসক্ত মায়ের চরিত্রে অভিনয় করবেন তিনি। এছাড়াও ছবিতে আরো অভিনয় করবেন প্রান্তিক বন্দ্যোপাধ্যায়, অনুরাধা মুখোপাধ্যায়, ঈশান মজুমদারসহ অনেকেই। অক্টোবর মাসে সিনেমাটির শুটিং শুরু হবে।
সিনেমাটির গল্প প্রসঙ্গে নির্মাতা শিলাদিত্য মৌলিক জানিয়েছেন, সিনেমাটির গল্প গড়ে উঠেছে অপহরণকে কেন্দ্র করে। একটি অপহরণের গল্পে মানুষের জীবন কীভাবে আবর্তিত হয় আর তাদের ব্যক্তিগত দুর্বলতা কতটা মানুষের সামনে উঠে আসে, সেই চিত্রটা তুলে ধরা হয়েছে। সিনেমায় সংগীত পরিচালনা করছেন রণজয় ভট্টাচার্য।
এদিকে জয়া আহসান জানিয়েছেন, সিনেমাটিতে যুক্ত হওয়ার কথা নিশ্চিত করতে অক্টোবরের শুরুতেই তিনি সড়কপথে কলকাতায় যাচ্ছেন।
এর আগে নির্মাতা শিলাদিত্য মৌলিক ‘সোয়েটার’ সিনেমা নির্মাণ করে আলোচনায় আসেন। এই পরিচালকের মুক্তির অপেক্ষায় আছে ‘হৃদপিণ্ড’ শিরোনামের একটি সিনেমা।
সেরা নিউজ/আকিব