১৩শ’ কিলোমিটার পাড়ি দিয়ে স্ত্রীকে পরিক্ষা কেন্দ্রে পৌছে দিলেন স্বামী - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
১৩শ’ কিলোমিটার পাড়ি দিয়ে স্ত্রীকে পরিক্ষা কেন্দ্রে পৌছে দিলেন স্বামী - Shera TV
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০২:০০ অপরাহ্ন

১৩শ’ কিলোমিটার পাড়ি দিয়ে স্ত্রীকে পরিক্ষা কেন্দ্রে পৌছে দিলেন স্বামী

সেরা টিভি
  • প্রকাশের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০

অনলাইন ডেস্ক:
অন্তঃসত্ত্বা স্ত্রীকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিতে স্কুটারে ১৩শ’ কিলোমিটার পাড়ি দিয়ে রেকর্ড তৈরি করেছেন ভারতেও ঝাড়খণ্ডের ধনঞ্জয় মাঝি নামে এক যুবক। করোনাভাইরাসের কারণে লকডাউনে যানবাহনের স্বল্পতা থাকায়, এ সিদ্ধান্ত নেন তিনি। শুধু তাই নয়, এই দীর্ঘ পথ পাড়ি দিতে স্কুটারের জ্বালানি তেলের জন্য স্ত্রীর গয়নাও বিক্রি করতে হয়েছে তাকে।

আনন্দবাজার এক প্রতিবেদনে জানিয়েছে, স্ত্রীকে শিক্ষিক বানানোর স্বপ্ন থেকেই এ সিদ্ধান্ত নেওয়া ধনঞ্জয় টানা তিন দিন ধরে স্কুটার চালিয়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছান। তবে তার এই সফর খুব সুখকর ছিল না। কোথাও প্রবল বৃষ্টির মুখে পড়তে হয়েছে। কখনও বিহারের বন্যাকবলিত এলাকার মধ্য দিয়ে যেতে হয়েছে। মুজাফফরপুরে রাত কাটিয়েছেন একটি লজে। আবার লক্ষ্ণৌতে রাত কাটাতে হয়েছে টোল প্লাজায়। এভাবেই তিনদিন ধরে সফর করেন তিনি। একদিকে সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী। তার যেমন শারীরিক অবস্থা ঝুঁকিপূর্ণ ছিল, অন্যদিকে, তেমন পরীক্ষাকেন্দ্রেও যথাসময়ে পৌঁছুনোর প্রয়োজন ছিল। এজন্য বিহার, উত্তরপ্রদেশ পাড়ি দেন তিনি।

ধনঞ্জয়ের স্ত্রী সোনি জানান, তার শারীরিক অবস্থাও খুব একটা ভাল ছিল না। কারণ তিনি সাত মাসের অন্তঃসত্ত্বা। অনেকটা ঝুঁকি নিয়েই এ দীর্ঘ পথ পাড়ি দিতে হয়েছে তাদের। তিনি বলেন, “একটা সময় এমন হয়েছে যে পিঠে, কোমরের ব্যথার জন্য স্কুটার থেকে নেমে হেঁটেছি। প্রবল বৃষ্টিতে গাছের নিচে আশ্রয় নিয়েছি। সব কষ্ট সহ্য করেও স্বামীর অনুপ্রেরণায় পরীক্ষাকেন্দ্রে পৌঁছুনো এবং পরীক্ষা দেওয়াটাই তখন একমাত্র লক্ষ্য ছিল আমার।”

সোনি আরও জানান, “নির্বিঘ্নে পরীক্ষা দিতে পেরেছেন তিনি। এখন শিক্ষিকা হয়ে স্বামীর স্বপ্ন পূরণ করাই তার লক্ষ্য।”

সেরা নিউজ/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360