স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জে মসজিদে গ্যাসের লিকেজ থেকে আগুনে দগ্ধ হয়ে চিকিৎসাধীন আরো তিন জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ জনে।
শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন বাকি ১৪ জনের অবস্থাও সঙ্কটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসক। একের পর এক মৃত্যুর খবরে স্বজনদের আহাজারিতে হাসপাতালজুড়ে বিরাজ করছে শোকাবহ পরিবেশ।
স্বজনরা জানান, চিকিৎসাধীন সবার শরীরের বেশিরভাগ অংশ পুড়ে যাওয়ায় দেহ ফুলে গেছে। কেউ কিছু খেতে পারছেন না। বেঁচে থাকা সবারই চেহারা পুড়ে বিকৃত হয়ে গেছে বলেও জানান স্বজনরা।
শুক্রবার রাতে এশার নামাজ চলাকালে ভয়াবহ বিস্ফোরণ ঘটে নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে। এসময় মসজিদের ছয়টি এয়ারকন্ডিশন, অ্যাডজাস্ট ফ্যানসহ বিভিন্ন আসবাবপত্র ও জায়নামাজ পুড়ে যায়। অধিকাংশ সিলিং ফ্যান নষ্ট এবং দরজা জানালার সব কাঁচ ভেঙে টুকরো হয়ে মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। এ বিস্ফোরণে মুসল্লিদের মধ্যে গুরুতর দগ্ধ অবস্থায় ৩৭ জনকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে।
সেরা নিউজ/আকিব