ব্লাস্ট হয়নি এসি, বিদ্যুতের স্পার্ক আর লিকেজ থেকেই বিস্ফোরন - Shera TV
  1. [email protected] : sheraint :
  2. [email protected] : theophil :
ব্লাস্ট হয়নি এসি, বিদ্যুতের স্পার্ক আর লিকেজ থেকেই বিস্ফোরন - Shera TV
সোমবার, ২৮ জুলাই ২০২৫, ০২:৪১ পূর্বাহ্ন

ব্লাস্ট হয়নি এসি, বিদ্যুতের স্পার্ক আর লিকেজ থেকেই বিস্ফোরন

সেরা টিভি
  • প্রকাশের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের মসজিদে একটি এসিও বিস্ফোরিত হয়নি। ভয়াবহ অগ্নিকাণ্ডের দু’দিন পর জানালো ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি। রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে কমিটির প্রধান জানান, গ্যাস লাইনের লিকেজ থেকে আগুনেই দগ্ধ হন ৩৭ জন। এরই মধ্যেই মারা গেছেন ২৪ জন।

ঘরে ঘরে শোক। প্রতিটি পরিবারেই স্বজন হারানোর বেদনা। মসজিদে আগুনের ভয়াবহতা এখনও ছড়িয়ে আছে নারায়ণগঞ্জজুড়ে। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে রোববারও বিভিন্ন সংস্থার তদন্ত কমিটি পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জের তল্লার বায়তুস সালাত জামে মসজিদ।

দশ দিনের মধ্যেই প্রতিবেদন দেয়ার কথা থাকলেও মসজিদের ছয়টি এসির একটিও বিস্ফোরিত হয়নি বলে সময় সংবাদকে জানালো ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি। সিআইডির তদন্ত দলও বলছে, গ্যাস লাইনের লিকেজ ও বিদ্যুতের শর্ট সার্কিটেই ঘটে বিস্ফোরণ।

ফায়ার সার্ভিসের উপ পরিচালক নূর হাসান আহমেদ বলেন, ‘এসির যটুকু দেখলাম তাতে এসির বাইরের প্লাস্টিকের আবরণই শুধু পুড়েছে আর কিছু পোড়েনি। সবকিছু ঠিকাছে। গ্যাসের লিকেজ আর বিদ্যুৎয়ের স্পার্কিং থেকে বিস্ফোরণ হয়েছে।’মসজিদে অগ্নিকাণ্ডে গাফিলতি নিয়ে ফতুল্লা থানায় মামলা করেছে পুলিশ জানিয়েছেন নারায়নগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিক।

তিনি বলেন, ‘এখানে কারও না কারো অবহেলাতেই ঘটনাটা ঘটেছে।’

এদিকে, ঘটনার পর থেকেই নারায়ণগঞ্জের তল্লা এলাকার গ্যাস লাইন সংযোগ বিচ্ছিন্ন থাকায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী।

তবে, কবে নাগাদ গ্যাস সংযোগ দেয়া হবে, তা বলতে পারেননি তিতাসের ব্যবস্থাপনা পরিচালক।

সেরা নিউজ/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360