পূর্ব ভূমধ্যসাগরের বিতর্কিত এলাকাকে কেন্দ্র করে গ্রিস-তুরস্ক উত্তেজনা - Shera TV
  1. [email protected] : sheraint :
  2. [email protected] : theophil :
পূর্ব ভূমধ্যসাগরের বিতর্কিত এলাকাকে কেন্দ্র করে গ্রিস-তুরস্ক উত্তেজনা - Shera TV
শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৯ পূর্বাহ্ন

পূর্ব ভূমধ্যসাগরের বিতর্কিত এলাকাকে কেন্দ্র করে গ্রিস-তুরস্ক উত্তেজনা

সেরা টিভি
  • প্রকাশের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০

ইন্টারন্যাশনাল ডেস্ক:

পূর্ব ভূমধ্যসাগরের বিতর্কিত এলাকাকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে গ্রিস ও তুরস্কের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। এই ঘটনায় দুপক্ষ একে অন্যের সঙ্গে বাক-বিতণ্ডায় জড়িয়েছে।

পরিস্থিতি শান্ত হওয়ার কোনো লক্ষণ নেই। এই উত্তেজনার মধ্যেই তুরস্কের ন্যাশনাল মুভমেন্ট পার্টির প্রধান ডেলভেট বাহচেলি এক ঘোষণায় জানিয়েছেন, গ্রিসের সঙ্গে যুদ্ধ সময়ের ব্যাপার মাত্র।

বাহচেলি এক বিবৃতিতে জানিয়েছেন, ভূমধ্যসাগর ও এশিয়ান অঞ্চলে আমাদের ঐতিহাসিক স্বার্থ থেকে আমাদের মুখ ফিরিয়ে নেওয়া সম্ভব নয়।

মনে হচ্ছে ভূমধ্যসাগরে তাদের প্রবৃত্তি ও আকাঙ্ক্ষা আবারও ফুলে-ফেঁপে উঠেছে। ফলে তাদের সঙ্গে যুদ্ধ শুধু সময়ের ব্যাপার।

তুরস্কের ক্ষমতাসীন দলের মিত্র এই তুর্কি রাজনীতিবিদ আরও বলেন, গ্রিসের উদ্দেশ্য আমাদের জমি দখল করা। অথচ এই এলাকা থেকে ৯৮ বছর আগেই আমরা তাদের ছুড়ে ফেলে দিয়েছি।

এখন থেকে গ্রিসের মনোভাব ও আচরণের ওপর নির্ভর করবে যে, ক্রমবর্ধমান উত্তেজনা বাড়বে নাকি কমবে।

এর আগে একই ধরনের হুঁশিয়ারি দিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বিবৃতিতে বলেন, পূর্ব ভূমধ্যসাগরে কোনও ধরনের ছাড় দেওয়া হবে না।

কৃষ্ণসাগর ও ভূমধ্যসাগরে নিজেদের অধিকার আদায়ে যা কিছু করা প্রয়োজন তা করতে বদ্ধপরিকর তার দেশ।

গ্রিসের এমন আচরণের পর তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু আনাদোলু নিউজ এজেন্সিকে বলেন, গ্রিস প্রথমে রাজি হয়েছিল। পরে তারা আবার তা প্রত্যাখ্যান করেছে। গ্রিস আবারও প্রমাণ করেছে যে, তারা আলোচনায় আগ্রহী নয়।

উল্লেখ্য, গত ১২ আগস্ট গ্রিক দ্বীপ কাস্তেলোরিজো উপকূলে তুরস্ক তেল-গ্যাস অনুসন্ধানে ওরাক রেইস নামে একটি জাহাজ পাঠানোর পর থেকেই নতুন করে উত্তেজনা দেখা দেয়।

জাহাজটির নিরাপত্তার দায়িত্বে রাখা হয়েছে তুর্কি নৌবাহিনীর একটি দলকে। অপরদিকে গ্রিসও তুর্কিদের গতিবিধি পর্যবেক্ষণে ওই অঞ্চলে যুদ্ধজাহাজ মোতায়েন করেছে। ফলে দুই পক্ষের মধ্যে এখন যুদ্ধংদেহী অবস্থা।

সেরা নিউজ/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360