সেরা টেক ডেস্ক:
বৈঠকে দিয়াকে বাংলাদেশ বিষয়ক কর্মকর্তা হিসেবে মোস্তাফা জব্বারের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। ফেসবুকে বাংলাদেশ বিষয়ক কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন সাবহানাজ রশিদ দিয়া।
সোমবার (৭ সেপ্টেম্বর) সিঙ্গাপুরে ফেসবুকের আঞ্চলিক কার্যালয় এবং বাংলাদেশের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের মধ্যে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে দিয়াকে বাংলাদেশ বিষয়ক কর্মকর্তা হিসেবে মোস্তাফা জব্বারের সঙ্গে পরিচয় করিয়ে দেয় ফেসবুক।
সিঙ্গাপুরে ফেসবুক কার্যালয়ের বরাত দিয়ে মন্ত্রণালয় সূত্র জানায়, সাবহানাজ রশিদ দিয়া একজন বাংলাভাষী। তিনি বাংলাদেশ সংক্রান্ত বিষয় এবং সমস্যাগুলো সহজেই সমাধান করতে পারবেন।
সেরা নিউজ/আকিব