করোনা ভাইরাসে আক্রান্ত সিসিক মেয়র আরিফ - Shera TV
  1. [email protected] : sheraint :
  2. [email protected] : theophil :
করোনা ভাইরাসে আক্রান্ত সিসিক মেয়র আরিফ - Shera TV
সোমবার, ২৮ জুলাই ২০২৫, ০৫:৫৪ পূর্বাহ্ন

করোনা ভাইরাসে আক্রান্ত সিসিক মেয়র আরিফ

সেরা টিভি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০

সিলেট ব্যুরো:

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এবং প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে আরিফুল হক চৌধুরীর গলাব্যাথা আর নুর আজিজুর রহমানের জ্বর থাকায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা দেন। মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষা শেষে রাতে তাদের করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি ধরা পড়ে।

নুর আজিজুর রহমান জানান তিনি ভালো আছেন সামান্য জ্বর ছাড়া কোন উপসর্গ নেই।

সিটি মেয়র আরিফুল হক চৌধুরীও জানান, গতকাল পর্যন্ত তার গলা ব্যাথা ছিল। আজ বেশ ভালো আছেন। দুজনই বাসায় চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন।

করোনাভাইরাসের শুরুর দিক থেকেই মেয়র আরিফুল হক চৌধুরী বিরামহীনভাবে কাজ করছিলেন। লকডাউনের সময় বাসাবাড়িতে আটকে পড়া অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করে তিনি ব্যাপক সুনাম কুড়িয়েছিলেন।

পাশাপাশি নগরীর চলমান উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শনে তাকে সবসময় দেখা যেত।

সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী প্রকৌশলী নূর আজিজুর রহমানসহ সংশ্লিষ্টদের নিয়েই তিনি এসব উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করতেন। বৃহস্পতিবার সিসিকের এই দুই কর্তা ব্যক্তি একই সাথে করোনায় আক্রান্ত হলেন।

এর আগে মেয়র আরিফের স্ত্রী সামা হক চৌধুরীও করোনায় আক্রান্ত হয়েছিলেন। এছাড়া সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলামের পুরো পরিবারের শরীরে শনাক্ত হয়েছিলো এ ভাইরাস।

 

সেরা নিউজ/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360