দুবাইয়ে নারী পাচারের অভিযোগে নৃত্যশিল্পি ইভান শাহরিয়ার গ্রেফতার - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
দুবাইয়ে নারী পাচারের অভিযোগে নৃত্যশিল্পি ইভান শাহরিয়ার গ্রেফতার - Shera TV
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৩:৩১ পূর্বাহ্ন

দুবাইয়ে নারী পাচারের অভিযোগে নৃত্যশিল্পি ইভান শাহরিয়ার গ্রেফতার

সেরা টিভি
  • প্রকাশের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০

বিনোদন ডেস্ক:

মধ্য প্রাচ্যের অন্যতম ধনী শহর দুবাইয়ে নারী পাচারকারী একটি সক্রিয় চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কোরিওগ্রাফার ও নৃত্যশিল্পী ইভান শাহরিয়ার সোহাগকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সিআইডির অতিরিক্ত উপ-মহাপরিদর্শক শেখ রেজাউল হায়দার এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মানব পাচারের অভিযোগে বৃহস্পতিব রাতে সোহাগকে গ্রেপ্তার করেছেন সিআইডি (ঢাকা মেট্রো উত্তর বিভাগ) কর্মকর্তারা।

দুবাই পুলিশের তথ্যের ভিত্তিতে গত মাসে আজম খানসহ নারী পাচারকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তারের কথা জানায় সিআইডি। তাদের মধ্যে তিনজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। সেই জবানবন্দির ভিত্তিতেই সোহাগকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান রেজাউল হায়দার।

জবানবন্দিতে আজম খান ও তার সহযোগীরা জানান, এই মানব পাচারকারী চক্র মূলত ‘নৃত্যকেন্দ্রিক’। কয়েকজন নৃত্য সংগঠক ও শিল্পী এই নেটওয়ার্কের অংশ। জড়িত আছেন ছোটখাটো ক্লাবের কর্ণধাররাও। ছোটখাটো ক্লাব বা প্রতিষ্ঠানের যেসব নৃত্যশিল্পী গায়ে হলুদসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে নৃত্য করেন, তারাই এই পাচারকারী চক্রের প্রধান টার্গেট।

পাচারের শিকার ভুক্তভোগীদের সঙ্গে কথাবার্তার পর সিআইডির সহকারী পুলিশ সুপার (এএসপি) মৃণাল কান্তি সাহা গত ২ জুলাই রাজধানীর লালবাগ থানায় একটি মামলা করেন। এর পরই পাচারকারীদের ধরতে মাঠে নামে সিআইডি। তারই অংশ হিসেবে বৃহস্পতিবার সোহাগকে গ্রেপ্তার করা হয়েছে।

এই নৃত্যশিল্পীর কোরিওগ্রাফিতে দেশের প্রায় সব জনপ্রিয় তারকারা সিনেমায় এবং স্টেজে নাচের পারফর্ম করেন। সোহাগ বর্তমানে ওপার বাংলায়ও কোরিওগ্রাফি করছেন। ২০১৭ সালে শামীম আহমেদ রনি পরিচালিত ‘ধ্যাত্‌তেরিকি’ সিনেমার জন্য সেরা নৃত্য পরিচালক হিসেবে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

সেরা নিউজ/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360