বৃটিশ পার্লামেন্টের বাইরে অর্ধনগ্ন হয়ে নারীদের বিক্ষোভ - Shera TV
  1. [email protected] : sheraint :
  2. [email protected] : theophil :
বৃটিশ পার্লামেন্টের বাইরে অর্ধনগ্ন হয়ে নারীদের বিক্ষোভ - Shera TV
শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৭ পূর্বাহ্ন

বৃটিশ পার্লামেন্টের বাইরে অর্ধনগ্ন হয়ে নারীদের বিক্ষোভ

সেরা টিভি
  • প্রকাশের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০

ইন্টারন্যাশনাল ডেস্ক:
জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিতে বৃটিশ পার্লামেন্টের বাইরে বিক্ষোভ করছিলেন অর্ধনগ্ন বা টপলেস নারীরা। এ সময় পুলিশ তাদের কয়েক ডজনকে গ্রেপ্তার করেছে। ‘এক্সটিংশন রিবেলিয়ন’ (এক্সআর)-এর ব্যানারে তারা সমবেত হয়েছিলেন। এ সময় তাদের পরণে ছিল শুধু একটি ট্রাউজার। মুখে ছিল একটি মাস্ক পরা। তাতে ইংরেজিতে লেখা ছিল ‘ফোর সি’। এটা দিয়ে তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেলে কি কি সমস্যা দেখা দেবে সে বিষয়ে ইঙ্গিত করা হয়। এ খবর দিয়েছে নিউজিল্যান্ডের অনলাইন নিউজহাব।

বিলম্বে পাওয়া খবরে বলা হয়, বৃহস্পতিবার বৃটিশ হাউজ অব পার্লামেন্টের বাইরে এসব নারী সমবেত হয়েছিলেন সকালে। তারা যে ব্যানার বহন করছিলেন তাতে লেখা ছিল ‘ক্যান্ট বিয়ার দ্য ট্রুথ?’ এর মাধ্যমে জলবায়ু পরিবর্তন সম্পর্কে সত্য অবমুক্ত করার আহ্বান জানানো হয়। এতে যোগ দেয়া কিছু নারী বাইসাইকেলের ডি-লক ব্যবহার করেন তাদের গলায়। আর বুকের ওপর রং দিয়ে সতর্কতা লিখেছিলেন। তাতে বলা হয়েছিল জলবায়ু পরিবর্তনের ফলে যুদ্ধ দেখা দিতে পারে।

ঘটবে খরা, অনাহারীর সংখ্যা বাড়বে। বিলুপ্তির দিকে যাবে বন্যপ্রাণিদের জীবন। ঘটবে সহিংসতা, দুর্ভিক্ষ। বিক্ষোভের পরে এক্সআর তাদের টুইটে লিখেছে, আমরা #ক্লাইমেট ইমার্জেন্সির পক্ষে। এই সময়ের শিশুদের সামনে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার মুখোমুখি। ৪ সি অর্থ হলো লাখ লাখ মানুষের মৃতু। # আমরা বাঁচতে চাই।
করোনা সংক্রমণের ফলে সবকিছু অচল হয়ে যাওয়ার পর গত সপ্তাহ থেকে তাদের বিক্ষোভ, প্রতিাদ নতুন করে শুরু করেছে এই গ্রুপটি। দুটি সংবাদ মাধ্যমে আসা-যাওয়ার সড়কে তারা বৃহস্পতিবার বন্ধ করে দিয়ে বিক্ষোভ করেছেন। এ জন্য তাদের কড়া সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী বরিস জনসন।

সেরা নিউজ/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360