যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানলে ১০ জনের প্রাণহানি, নিখোঁজ ১৬ - Shera TV
  1. [email protected] : sheraint :
  2. [email protected] : theophil :
যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানলে ১০ জনের প্রাণহানি, নিখোঁজ ১৬ - Shera TV
শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৬ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানলে ১০ জনের প্রাণহানি, নিখোঁজ ১৬

সেরা টিভি
  • প্রকাশের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০

সেরা নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়ায় দাবানলে কমপক্ষে ১০ জন মারা গেছেন এবং ১৬ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

নিখোঁজদের সন্ধানে অভিযান চলছে। আর এ বছরের সবচেয়ে ভয়াবহ এ দাবানলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে এক প্রতিবেদনে বার্তা সংস্থা এপির বরাত দিয়ে জানিয়েছে ইউএনবি।

চলতি বছরের দাবানলে পুড়ে গেছে বিপুল পরিমাণ বনাঞ্চল। এখনও অন্তত ২৪টি স্থানে দাবানল নিয়ন্ত্রণে কাজ করছেন ক্যালিফোর্নিয়ার কয়েক হাজার অগ্নিনির্বাপণ কর্মী।

দাবানলের পাশাপাশি ভয়াবহ তাপপ্রবাহ সৃষ্টি হয়েছে ক্যালিফোর্নিয়াতে। আগামী সপ্তাহ থেকে তাপমাত্রা কমে যাওয়ার পূর্বাভাস দেয়া হলেও তীব্র বাতাসে দাবানল আরও ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করেছে দেশটির আবহাওয়া দপ্তর।

তিন সপ্তাহেরও বেশি সময় ধরে জ্বলতে থাকা এ দাবানল বাতাসের প্রবল গতির কারণে অত্যন্ত দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ছে। এক দিনের ব্যবধানেই প্রায় ২৫ কিলোমিটার এলাকা গ্রাস করেছে দাবানলের ভয়াবহ আগুন। পুড়ে ছাই হয়েছে হাজার হাজার বাড়িঘর।

লস অ্যাঞ্জেলেসের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞানী ড্যানিয়েল সোয়াইন বলেন, এ আগুন অবিশ্বাস্যরকম দ্রুত হারে ছড়িয়ে পড়ছে। এটা ঐতিহাসিক, আগে কখনও এমন ঘটনা ঘটেনি।

ক্যালিফোর্নিয়ায় দাবানলে এখন পর্যন্ত ২০ লাখ একর বনভূমি পুড়ে গেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টারএজেন্সি ফায়ার সেন্টার।

সেরা নিউজ/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360