সেরা টেক ডেস্ক:
শেষ মুহূর্তে মার্কিন টেক জায়ান্ট মাইক্রোসফটের সঙ্গে দর কষাকষি থেকে সরে এল টিকটক। বিবিসি’র খবরে বলা হচ্ছে, মার্কিন আরেক প্রতিষ্ঠান ওরাকলের কাছে টিকটকের মার্কিন যুক্তরাষ্ট্রের অংশ বিক্রির জন্য চূড়ান্ত চুক্তি করতেই শেষ মুহূর্তে মাইক্রোসফটের দেয়া প্রস্তাব ফিরিয়ে দিয়েছে টিকটকের সত্ত্বাধিকার প্রতিষ্ঠান বাইটড্যান্স।
এদিকে, আগামীকাল (১৫ সেপ্টেম্বর) মঙ্গলবারই শেষ হচ্ছে টিকটকের মার্কিন যুক্তরাষ্ট্রের অংশ বিক্রি করে দেয়ার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের বেধে দেয়া সময়সীমা। এর মধ্যে মার্কিন কোনো প্রতিষ্ঠানের কাছে টিকটিক বিক্রি না হলে তা বন্ধ করে দেয়ার হুমকিও দিয়ে রেখেছে ট্রাম্প।
সম্প্রতি, ট্রাম্প আবারও জানিয়েছেন টিকটক বিক্রি বা বন্ধ করে দিতে আগের দেয়া সময়সীমা বাড়ানো হবে না। তথ্য চুরির অভিযোগ তুলে ট্রাম্প প্রশাসন টিকটকের বিরুদ্ধের এমন অবস্থানের ঘোষণা দিয়েছিল।
আগেই জানানো হয়েছিল, টিকটক কেনার দৌঁড়ে এগিয়েছিল মাইক্রোসফট ও ডাটাবেস ও ক্লাউড সিসটেম সরবরাহ করা প্রতিষ্ঠান ওরাকল। ওয়াল স্ট্রিট জার্নাল ও রয়টার্স বলছে, টিকটকের মার্কিন অংশ কিনতে নিলাম জিতেছে ওরাকল। টিকটকের মার্কিন অংশসহ কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের অপারেশন কিনে নিতে গুরুত্বসহ ভাবছে ওরাকল।
তবে, মাইক্রোসফট না ওরাকল; কারা কিনছেন টিকটক? সে ব্যাপারে এখনও চূড়ান্ত কোন মন্তব্য করেনি চীনা টেক জায়ান্ট বাইটড্যান্স।
গত রোববার (১৩ সেপ্টেম্বর) মাইক্রোসফট জানিয়েছিল, বাইটড্যান্স তাদের জানিয়ে দিয়েছে শর্ট ভিডিও শেয়ারিং অ্যাপটির মার্কিন অপারেশন্স মাইক্রোসফটের কাছে বিক্রি করছে না। যদিও মাইক্রোসফটের দাবি, টিকটক কিনতে তাদের দেয়া প্রস্তাব যুক্তরাষ্ট্রে এর ব্যবহারকারী ও বাইটড্যান্স, উভয়ের জন্যই ভালো ছিল। ওরাকলই কিনছে টিকটক।
সেরা নিউজ/আকিব