এক সপ্তাহের ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়ল সব ধরনের স্বর্ণের দাম - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
এক সপ্তাহের ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়ল সব ধরনের স্বর্ণের দাম - Shera TV
রবিবার, ১৯ মে ২০২৪, ০৭:২৩ অপরাহ্ন

এক সপ্তাহের ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়ল সব ধরনের স্বর্ণের দাম

সেরা টিভি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার:

এক সপ্তাহের ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়ল সব ধরনের স্বর্ণের দাম। ভরিতে দুই হাজার ৪৫০ টাকা বেড়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম হয়েছে ৭৬ হাজার ৪৫৮ টাকা। তবে অপরিবর্তিত রয়েছে রূপার দাম।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) থেকে সোনার এ নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলারি সমিতির (বাজুস)।

আজ বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়ানোর কথা গণমাধ্যমে জানায় বাজুস। এর আগে গত ১০ সেপ্টেম্বরও স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল।

বাজুস নির্ধারিত নতুন মূল্য তালিকায় দেখা গেছে, ২২ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে, ৭৬ হাজার ৪৫৮ টাকা। বৃহস্পতিবার পর্যন্ত এই মানের স্বর্ণের বাজার দর রয়েছে ৭৪ হাজার ৮ টাকা। অর্থাৎ ভরিতে দাম বেড়েছে দুই হাজার ৪৫০ টাকা।

২১ ক্যারেটের প্রতি ভরির দাম ধরা হয়েছে ৭৩ হাজার ৩০৮ টাকা। বর্তমানে বিক্রি হচ্ছে ৭০ হাজার ৮৫৮ টাকা করে। দাম বেড়েছে দুই হাজার ৪৫০ টাকা।

একইভাবে ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম পড়বে ৬৪ হাজার ৫৬০ টাকা। বর্তমান দাম রয়েছে ৬২ হাজার ১১০ টাকা। ভরিতে বেড়েছে দুই হাজার ৪৫০ টাকা।

সনাতন পদ্ধতির স্বর্ণে প্রতি ভরির দাম ধরা হয়েছে ৫৪ হাজার ২৩৮ টাকা। বৃহস্পতিবার পর্যন্ত সনাতন হিসাবে প্রতি ভরির দাম রয়েছে ৫১ হাজার ৭৮৮ টাকা। দাম বেড়েছে দুই হাজার ৪৫০ টাকা।

অপরিবর্তিত রয়েছে ২১ ক্যারেট ক্যাডমিয়াম রূপার দাম। প্রতি ভরি বিক্রি হচ্ছে ৯৩৩ টাকায়।

সেরা নিউজ/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360