সেরা স্পোর্টস ডেস্ক:
আজ থেকেই শুরু হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১২তম আসর। ভারতে করোনাভাইরাস তুলনামূলক বেশি সংক্রমিত হওয়ায় এ বছর আইপিএল হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের দর্শকশূন্য স্টেডিয়ামে।
ফ্রাঞ্চাইজি এ টি-টোয়েন্টি টুর্নামেন্টে গত আসরের মতো এবছরও ৮টি দল অংশ নেবে। এই আট দলে পাকিস্তান ও বাংলাদেশ ছাড়া বিভিন্ন দেশের তারকা ক্রিকেটাররা অংশ নেবেন। সীমান্ত সমস্যার কারণে আইপিএল প্রথম আসরে অংশ নেয়ার পর রাস্তা বন্ধ হয়ে যায় পাকিস্তানিদের।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অনাপত্তিপত্র না দেয়ায় আইপিএলে খেলার প্রস্তাব পেয়েও অংশ নিতে পারেননি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। অন্যদিকে জুয়াড়িদের কাছ থেকে ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে তা গোপন করায় এক বছর নিষিদ্ধ হন সাকিব আল হাসান। নিষেধাজ্ঞার কারণে তিনি এবছর আইপিএল খেলার সুযোগ পাননি।
সবশেষ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করায় জাতীয় দলের তারকা অলরাউন্ডার সাইফ হাসানের ব্যাপারে খোঁজ খবর নিয়েছিল আইপিএলের দলগুলো। কিন্তু দুর্ভাগ্য তার আইপিএল খেলার সম্ভাবনা তৈরি করেও পিঠে চোটাক্রান্ত হওয়ায় সেই সুযোগ হাতছাড়া করেন সাইফউদ্দিন। এসব কারণেই বাংলাদেশের কোনো ক্রিকেটার এবছর আইপিএলে নেই।
তারকারা কে কোন দলে
মুম্বাই ইন্ডিয়ান্স: রোহিত শর্মা (অধিনায়ক), কুইন্টন ডি কক, ক্রিস লিন, কাইরন পোলার্ড, সূর্যকুমার যাদব, সৌরভ তিওয়ারি, ধাওয়াল কুলকার্নি, জসপ্রিত বুমরাহ, হার্দিক পান্ডিয়া, ট্রেন্ট বোল্ট, জয়ন্ত যাদব, ক্রুনাল পান্ডিয়া, ইশান কৃষাণ, রাহুল চাহার, নাথান কাল্টার-নিল, মিচেল ম্যাকক্লেনাঘান, শেরফানে রাদারফোর্ড, ফ্যাবিয়ান অ্যালান, মহসিন খান, প্রিন্স বলবন্ত রাই সিং, আদিতিয়া তারে, দিগিজয় দেশমুখ, অনুকুল রায় ও আনমোলপ্রীত সিং।
চেন্নাই সুপার কিংস: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), শেন ওয়াটসন, পীযুষ চাওলা, আম্বাতি রাইডু, রবীন্দ্র জাদেজা, মুরালি বিজয়, কেদার যাদব, দীপক চাহার, শার্দুল ঠাকুর, মিচেল স্যান্টনার, জশ হ্যাজেলউড, ইমরান তাহির, ফাফ ডু-প্লেসিস, ডোয়াইন ব্রাভো, লুঙ্গি এনডিগি, স্যাম কারান, এন জগদীশন, ঋতুরাজ গায়কোয়াড, কেএম আসিফ, সাই কিশোর, করণ শর্মা ও মনু কুমার।
রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু: বিরাট কোহলি (অধিনায়ক), এবি ডিভিলিয়ার্স, পার্থিব প্যাটেল, মইন আলী, শাহবাজ আহমেদ, ক্রিস মরিস, অ্যারন ফিঞ্চ, যুজবেন্দ্র চাহাল, মোহাম্মদ সিরাজ, উমেশ যাদব, কেন রিচার্ডসন, ডেল স্টেইন, ইসুরু উদানা, গুরকীরত মান, দেবদূত পাড়িক্কল, নভদ্বীপ সাইনি, পবন নেগি, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, পবন দেশপান্ডে ও জশুয়া ফিলিপ।
কলকাতা নাইট রাইডার্স: দীনেশ কার্তিক (অধিনায়ক), আন্দ্রে রাসেল, লুকি ফার্গুসন, সুনীল নারিন, প্যাট কমিন্স, ইয়ন মরগান, কুলদীপ যাদব, শুভমান গিল, সিদ্ধেশ লাড, বরুণ চক্রবর্তী, রাহুল ত্রিপাঠী, এম সিদ্ধার্থ, নিখিল নায়েক, টম ব্যান্টন, ক্রিস গ্রিন, কমলেশ নাগারকোটি, নীতীশ রানা, প্রসিদ্ধ কৃষ্ণ, রিঙ্কু সিং, সন্দীপ ওয়ারিয়ার, শিবম মাভি ও হ্যারি গার্নে।
কিংস ইলেভেন পাঞ্জাব: লোকেশ রাহুল (অধিনায়ক), ক্রিস গেইল, গ্লেন ম্যাক্সওয়েল, মায়াঙ্ক আগরওয়াল, করুন নায়ার, সরফরাজ খান, মনদীপ সিং, মোহাম্মদ শামি, জিমি নিশাম, ক্রিস জর্ডান, মুজিব-উর-রহমান, আর্শদীপ সিং, হারদাস ভিলজোয়েন, নিকোলাস পুরান, শেলডন কটরিল, মুগান অশ্বিন, জগদীশ সূচিত, হরপ্রীত ব্রার, দর্শন নালকান্দে, কৃষ্ণাপ্পা গৌতম, দিপক হুডা, তেজিন্দর সিং ধিলন, প্রভসীমরণ সিং, ইশান পোড়েল ও রবি বিষ্ণোই।
রাজস্থান রয়েলস: স্টিভ স্মিথ (অধিনায়ক), ডেভিড মিলার, রবিন উথাপ্পা, এন্ড্রু টাই, বেন স্টোকস, টম কারান, জস বাটলার, জোফরা আর্চার অঙ্কিত রাজপুত, মায়াঙ্ক মারকান্ডে, শ্রেয়স গোপাল, বরুণ অ্যারোন, জয়দেব উনাদকাট, মাহিপাল লোমরোর, মনন ভোরা, রিয়ান পরাগ, কার্তিক ত্যাগী, আকাশ সিং, রাহুল তেওয়াতিয়া, শশাঙ্ক সিং, যশশ্বী জয়সওয়াল, অনিরুদ্ধ যোশী, সঞ্জু স্যামসন ও অনুজ রাওয়াত।
দিল্লি ক্যাপিটালস: শ্রেয়াস আয়ার (অধিনায়ক), শিখর ধাওয়ান, পৃথ্বী শ, ক্রিস ওকস, অ্যালেক্স ক্যারি, আজিঙ্কা রাহানে, রবিচন্দ্রন অশ্বিন, অমিত মিশ্র,ঋষভ পান্থ, ইশান্ত শর্মা, অক্ষর প্যাটেল, আভেশ খান, মোহিত সন্দীপ লামিচানে, কাগিসো রাবাদা, শর্মা, ললিত যাদব, হার্শা প্যাটেল, তুষার দেশপান্ডিয়া, কেমো পল, জেসন রয়, মার্কাস স্টোয়িনিস ও শিমরোন হেটমেয়ার।
সানরাইজার্স হায়দরাবাদ: ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), জনি বেয়ারস্টো, কেন উইলিয়ামসন, মিচেল মার্শ, ঋদ্ধিমান সাহা, বিজয় শঙ্কর, ভুবনশ্বর কুমার, মোহাম্মদ নবী, রশিদ খান, খলিল আহমেদ, সন্দীপ শর্মা, সিদ্ধার্থ কৌল, টি নটরাজন, অভিষেক শর্মা, শাহবাজ নাদিম, সঞ্জয় যাদব, শ্রীবৎস গোস্বামী, ভাবানাকা সন্দীপ, মনীশ পান্ডিয়া, বিরাট সিং, বিলি স্টানলেক,প্রিয়ম গর্গ ও আব্দুল সামাদ।
সেরা নিউজ/আকিব