সেরা নিউজ ডেস্ক:
নিউইয়র্কের রচেস্টার শহরে বন্দুকধারীর গুলিতে নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন।
স্থানীয় সময় শনিবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে রচেষ্টারের একটি পার্টিতে হামলা চালায় অজ্ঞাতপরিচয় বন্দুকধারী। এ-সময় গুলিতে এক তরুণ ও এক তরুণীর মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় দুটি হাসপাতালে ভর্তি করা হয়। তবে তাদের কারো প্রাণহানীর ঝুঁকি নেই বলে আশ্বস্ত করেছেন চিকিৎসকরা। হামলকারীকে এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি। হামলার কারণ সম্পর্কেও কিছু জানায়নি পুলিশ।
সেরা নিউজ/আকিব