মার্কিন নির্বাচনকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অ্যাকাউন্টের নিরাপত্তা বাড়িয়েছে টুইটার - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
মার্কিন নির্বাচনকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অ্যাকাউন্টের নিরাপত্তা বাড়িয়েছে টুইটার - Shera TV
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০২:৫৫ অপরাহ্ন

মার্কিন নির্বাচনকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অ্যাকাউন্টের নিরাপত্তা বাড়িয়েছে টুইটার

সেরা টিভি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০

সেরা টেক ডেস্ক:

স্বয়ংক্রিয়ভাবে মার্কিন নির্বাচনে অংশগ্রহণকারী রাজনীতিবিদ ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অ্যাকাউন্টের নিরাপত্তা বাড়িয়েছে টুইটার।

এর ফলে চলতি সপ্তাহের শুরুতে ব্যবহারকারী অংশে তাৎক্ষণিক পরিবর্তন আনতে ওই অ্যাকাউন্টগুলোতে ‘ইন-অ্যাপ’ নোটিফিকেশন পাঠাবে টুইটার।

বাড়তি নিরাপত্তা পাওয়া টুইটার অ্যাকাউন্টের মধ্যে থাকছে- মার্কিন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট, কংগ্রেসের দ্য হাউস অব রিপ্রেজেন্টেটিভ ও সিনেট সদস্যরা ছাড়াও বিভিন্ন অঙ্গরাজ্যের গভর্নর এবং কেবিনেট, প্রেসিডেন্সিয়াল ক্যাম্পেইন, রাজনৈতিক দল এবং প্রতিদ্বন্দ্বীরা। এ সুবিধা পাবে উল্লেখযোগ্য সংবাদমাধ্যম ও রাজনৈতিক সংবাদদাতারাও।

নতুন নিয়মে এদের আরও শক্ত পাসওয়ার্ড ব্যবহার করতে বলা হবে। পাসওয়ার্ড টুইটার সমর্থিত মানের না হলে পরবর্তী লগ-ইনে তা বদলে ফেলতে পরামর্শ দেবে। এ ছাড়াও ওই অ্যাকাউন্টগুলোয় ‘টু-ফ্যাক্টর অথেনটিকেশন’ চালু করতে উৎসাহিত করা হবে। তবে এটি চালু করতেই হবে- এমন কোনো বাধ্যবাধকতা থাকবে না।

সেরা নিউজ/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360