১৫৬ দেশের সঙ্গে করোনার টিকা চুক্তিতে অংশ নেয়নি চীন-যুক্তরাষ্ট্র - Shera TV
  1. [email protected] : sheraint :
  2. [email protected] : theophil :
১৫৬ দেশের সঙ্গে করোনার টিকা চুক্তিতে অংশ নেয়নি চীন-যুক্তরাষ্ট্র - Shera TV
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০১:৪০ পূর্বাহ্ন

১৫৬ দেশের সঙ্গে করোনার টিকা চুক্তিতে অংশ নেয়নি চীন-যুক্তরাষ্ট্র

সেরা টিভি
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০

অনলাইন ডেস্ক:

করোনাভাইরাসের কোনো টিকা কার্যকরি প্রমাণিত হলে তা কম সময়ের মধ্যে এবং সাম্যতার ভিত্তিতে বিশ্বের দেশগুলোতে বিতরণে সম্মত হয়েছে ১৫৬টি দেশ। তবে, এই জোটে নেই যুক্তরাষ্ট্র এবং চীন। খবর রয়টার্স।

সোমবার (২১ সেপ্টেম্বর) ডব্লিউএইচও’র তরফ থেকে গণমাধ্যমকে এই তথ্য জানানো হয়েছে।

এখন পর্যন্ত ভ্যাকসিন আবিষ্কারে যেসব রাষ্ট্র এগিয়ে আছে তার সবগুলোই শক্তিশালী অর্থনীতির দেশ। ফলে এই ভ্যাকসিন বিশ্বের দরিদ্র দেশগুলোর কাছে পৌঁছাতে তুলনামূলকভাবে অনেক দেরি হবে এমন আশঙ্কা সৃষ্টি হয়েছে।

তবে নতুন এ চুক্তি অনুযায়ী, টিকা পাওয়া মাত্রই দুর্বল স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা ও ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের সামনের সারিতে থাকা স্বাস্থ্যকর্মী ও সামাজিক বিভিন্ন সেবার সঙ্গে জড়িতদের সুরক্ষা নিশ্চিতে প্রত্যেক সদস্য রাষ্ট্রের জনসংখ্যার ৩ শতাংশের মধ্যে ওই টিকা বিতরণ করা হবে।

ধনী দেশগুলোর সঙ্গে যেনো দরিদ্র ও উন্নয়নশীল রাষ্ট্রগুলোও ভ্যাকসিন পায় সেটি নিশ্চিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান মিলে কোভ্যাক্স কোভিড-১৯ ভ্যাকসিন প্রকল্প গ্রহণ করেছে।

এই প্রকল্পের আওতায় ২০২১ সাল শেষ হওয়ার আগেই বিশ্বজুড়ে নিরাপদ ও কার্যকর ২০০ কোটি ডোজ টিকা বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এখন পর্যন্ত বিভিন্ন দেশের সরকার, টিকা প্রস্তুতকারক, বিভিন্ন সংস্থা ও ব্যক্তি এখন পর্যন্ত কোভিড-১৯ টিকার গবেষণা ও উন্নয়নে ১৪০ কোটি ডলার দেওয়ার আশ্বাস দিয়েছেন।

সেরা নিউজ/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360